বইমেলায় ফারাহ জাবিন শাম্মীর বই ‘করোনাপঞ্জি’
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৩
ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ফারাহ জাবিন শাম্মীর বই ‘করোনাপঞ্জি’। বইটির মোড়ক উন্মোচন করেন দৈনিক আজকের পত্রিকার সম্মাদক, সাবেক প্রধান তথ্য কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. গোলাম রহমান।
গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মেলায় বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির মুখবন্ধও লিখেছেন ড. গোলাম রহমান।
গোলাম রহমান বলেন, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিকালে সারাবিশ্বের ভয়াবহ সংকট। সেই সংকটকালে নতুন জীবনযাপন ব্যবস্থায় বেঁচে থাকার তাগিদ ও চাহিদা মানুষকে এগিয়ে নিয়ে যায়। মানুষ মৃত্যু ঝুঁকি নিয়ে সেই সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে- এই বইতে লেখিকা তা প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন। এই বইটি একটা দীর্ঘ কর্মের ফসল। আমি এর বহুল প্রচার কামনা করি।’
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, করোনাপঞ্জির লেখক ফারাহ জাবিন শাম্মী, এনটিভি অনলাইনের সম্পাদক ফকরউদ্দিন জুয়েল ও বইটির প্রকাশক আবু সাঈদ সুরুজসহ অনেকে।
বইটিতে মূল্যবান মতামত দিয়েছেন— দৈনিক ইত্তেফাক সম্পাদক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান এবং বিজ্ঞানী, লেখক, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাগিব হাসান। বইটির প্রচ্ছদ এঁকেছেন অঙ্কন শিল্পী মাসুক হেলাল। প্রকাশিত হয়েছে স্বপ্ন ৭১ প্রকাশন থেকে।
সারাবাংলা/এনএস