Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৫

জয়পুরহাট: জয়পুরহাটে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাইলী বেগমকে হত্যার দায়ে স্বামী জুয়েল হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার বাবা ও মাকে মামলা থেকে খালাস দেয় আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ২ নম্বর আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জুয়েল হোসেন জেলার ক্ষেতলাল উপজেলার রসুলপুর দাহাড়পুকুর এলাকার আব্দুল জলিলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুড় দাহারপুকুর আদর্শ গ্রামের জুয়েলের স্ত্রী লাইলী বেগমকে (৩৩) ২০০৭ সালের ২৩ জুলাই রাতে যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করা হয়। এ সময় লাইলী অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় নিহতের বোন রাবেয়া খাতুন বাদী হয়ে পরদিন জুয়েল, তার বাবা আব্দুল জলিল ও মা লিলি বেগমসহ তিন জনের নামে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ক্ষেতলাল থানার তৎকালীন এসআই আতিয়ার রহমান তদন্ত শেষে তিন জনের নাম উল্লেখ করে ২০০৭ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ জুয়েলকে মৃত্যুদণ্ড ও শ্বশুর-শাশুড়িকে খালাসের আদেশ দেন।

এ মামলায় সরকারি পক্ষে ছিলেন নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও উদয় সিংহ এপিপি। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন উজ্জ্বল হোসেন।

সারাবাংলা/ইআ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর