ঢাকা: বাংলাদেশ সম্পর্কিত জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব নিয়ে স্বাস্থ্য সাংবাদিকদের সঙ্গে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝার জন্য একটি ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম প্রদর্শন করা হয়।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) বিশেষ এই অধিবেশন অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি অর্থায়িত রিসার্চ ফর ডিসিশন মেকারস (আরডিএম) কার্যকলাপ, আইসিডিডিআর,বি এবং ডেটা ফর ইমপ্যাক্ট যৌথভাবে এটি আয়োজন করে।
বিশেষ অধিবেশনে স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝার জন্য একটি ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম https://cch.icddrb.org/ প্রদর্শন করা হয়। এই ওয়েবসাইটটি জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য-উপাত্ত এবং গবেষণালব্ধ ফলাফলের জন্য একটি ওয়ান-স্টপ রিসোর্স হিসেবে কাজ করবে বলে জানিয়েছে আয়োজকরা।
অনুষ্ঠানে আইসিডিডিআর,বি এর ইমেরিটাস সায়েন্টিস্ট এবং প্রকল্প প্রধান ড. পিটার কিম স্ট্রিটফিল্ড জলবায়ু পরিবর্তন কীভাবে বিশ্ব স্বাস্থ্য তথা জনগোষ্ঠীকে প্রভাবিত করছে সে সম্পর্কে একটি উপস্থাপনা দিয়ে অধিবেশন শুরু করেন।
বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও আবহাওয়া সম্পর্কিত তথ্যের ঘাটতির বিষয়ে জোর দেন তিনি।
তিনি বলেন, এই বিষয় সংশ্লিষ্ট বাস্তবসম্মত ও রিয়েল-টাইম তথ্য-উপাত্ত খুঁজে পাওয়া বেশ কঠিন।
আলোচকরা জানান, জলবায়ুসংক্রান্ত ওয়েবসাইটটি বাংলাদেশের স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কিত তথ্য এবং সরঞ্জাম সম্পর্কিত ধারনা প্রদান করে, যার মধ্যে ভেক্টর বাহিত রোগ, তাপ-প্রবাহ, তাপমাত্রার চাপ, বায়ু দূষণ এবং খাদ্য নিরাপত্তার তথ্য অন্যতম। এরই ধারাবাহিকতায়, এটি জলবায়ু বিপর্যয় যেমন ঘূর্ণিঝড়, বন্যা ও খরা, স্থানীয় এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত কারণগুলোর তথ্য যেমন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা, বায়ুমণ্ডলীয় কার্বন-ডাই-অক্সাইড, বৈশ্বিক উষ্ণতা, গ্রিনহাউজ গ্যাস নির্গমন, এল-নিনো/লা-নিনা, ইন্ডিয়ান ও শান ডাইপোল, ইত্যাদি বিষয়ক তথ্য ও উপাত্ত ওয়েবসাইটে থাকবে।
এই ওয়েবসাইটটি ইউএসএআইডি-এর রিসার্চ ফর ডিসিশন মেকারসের উদ্যোগের সহায়তায় তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে।
অধিবেশনে সমন্বিত আলোচনায় জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা, বিজ্ঞানী, গবেষক এবং প্রোগ্রাম বাস্তবায়নকারীরা এই ওয়েবসাইটের গুরুত্ব এবং ভবিষ্যতে এটিকে আরও কীভাবে তথ্যবহুল ও ব্যবহার উপযোগী করা যায় সে সম্পর্কে আলোচনা করেন।
অধিবেশনটি উপস্থাপনা করেন আইসিডিডিআর,বি’র ইমেরিটাস সায়েন্টিস্ট ড. পিটার কিম স্ট্রিটফিল্ড এবং আইসিডিডিআর,বি’র এইচএসসিএসডি বিভাগের গবেষণা কর্মকর্তা তানভীর আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএসএআইডি বাংলাদেশের প্রতিনিধিরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বি’র জ্যেষ্ঠ পরিচালক (এমসিএইচডি) ড. শামস আল আরিফিন, আইসিডিডিআর,বি’র ডাটা ফর ইমপ্যাক্টের কান্ট্রি লিড ড. মিজানুর রহমান ও নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট সুস্মিতা খান।