Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২৩ ০৯:৫৬

উত্তর গ্রিসে দু’টি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৮৫ জনের বেশি। উদ্ধারকর্মীরা হতাহতদের অনুসন্ধান ও উদ্ধারে মরিয়া তৎপরতা চালাচ্ছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে লরিসার কেন্দ্রীয় শহরের বাইরে দুর্ঘটনাটি ঘটে। এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেন থেসালোনিকি থেকে ছেড়ে যাওয়া একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনটি বগি আগুনে পুড়ে যায়।

বিজ্ঞাপন

গ্রিসের দমকল বাহিনীর একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃতদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে দমকল বাহিনীর ১৭টি গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছে।’

যাত্রীবাহী ট্রেনটিতে সাড়ে তিনশর বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। কী কারণে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে তা এখনও জানা যায়নি।

ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া অজ্ঞাতপরিচয় এক যুবকের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সে বলা হয়েছে, ‘ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, লোকজন চিৎকার করছিল।’

অ্যাঞ্জেলোস সিমাউরাস নামে আরেক যাত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এটি একটি ভূমিকম্পের মতো ছিল।’

লাজোস নামে আরেক যাত্রী প্রোটোথেমা পত্রিকাকে বলেছেন, ‘অভিজ্ঞতাটি ছিল খুবই মর্মান্তিক। তিনি বলেন, ‘আমি আহত হইনি কিন্তু আমার কাছের অন্যান্য লোকদের রক্তে রঞ্জিত ছিলাম।’

সারাবাংলা/আইই

গ্রিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর