Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে বেড়েছে ছোলার আমদানি, কমবে দাম

শেখ নাছির উদ্দিন, লোকাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৩ ১২:০৩ | আপডেট: ২ মার্চ ২০২৩ ১৬:২৪

বেনাপোল: আসন্ন রমজান মাস উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে ভোগ্যপণ্যের আমদানি। আমদানি স্বাভাবিক থাকলে আগামী ২ মাসের মধ্যে ভোগ্যপণ্যের দাম অনেক কমবে বলে আশা ব্যবসায়ীদের। এরইমধ্যে গত তিন দিনে বেনাপোল বন্দর দিয়ে ছোলাসহ ৩২০ ট্রাক পণ্য আমদানি হয়েছে।

ঋণপত্র খোলার জটিলতা নিরসণ হওয়ার পরপরই ছোলা আমদানি শুরু হয়েছে। বাজারদর স্বাভাবিক রাখতে এলসি সহজের বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগেই নির্দেশ দিয়েছে সরকার। এ কারণে আমদানি করা খাদ্যদ্রব্যের দাম সহনীয় থাকার আশা ব্যবসায়ীদের।

বিজ্ঞাপন

সাধারণ ক্রেতারা জানান, বিভিন্ন খাদ্যদ্রব্যের আমদানি বেড়ে যাওয়ায় বাজারে এর দাম কমতে শুরু করেছে। ছোলাসহ অন্য খাদ্যপণ্য আমদানির এই ধারাবাহিকতা ঠিক থাকলে বাজারে আর দাম বাড়বে না। দাম নিয়ন্ত্রণে রাখতে রোজায় বাজার মনিটরিং জোরদার করার দাবি তাদের।

বাংলাদেশ ও ভারত চেম্বার অব কমার্সের উপ-কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, ‘এবার ভারতে ছোলার উৎপাদন ভালো হয়েছে। ভারতে ছোলার দাম অনেক কম। সেই কারণে আমদানি করা ছোলার দাম আমাদের বাজারেও কম। রমজান মাস সামনে রেখে আমদানিকারকরা আগের চেয়ে খাদ্যপণ্যের আমদানি বাড়িয়েছেন। ছোলাসহ অন্য ভোগ্যপণ্য আমদানির এই গতি পুরো মার্চ মাসে অব্যাহত থাকবে।’

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, ‘সামনে রমজান মাস। রমজান মাসকে কেন্দ্র করে সামনে রেখে ছোলাসহ ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে। এ সমস্ত ভোগ্যপণ্য যাতে বন্দর থেকে দ্রুত ডেলিভারি দেওয়া যায়, সে জন্য বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

বছরে বাংলাদেশে এক লাখ ২০ হাজার টন ছোলার চাহিদা রয়েছে। এর মধ্যে শুধু রমজান মাসেই ইফতারের জন্য ৮০ হাজার টন ছোলার প্রয়োজন হয় বলেও জানান বন্দরের ভারপ্রাপ্ত এই পরিচালক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

আমদানি ছোলা বেনাপোল রমজান মাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর