Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিপুরায় বিজেপি, নাগাল্যান্ডে বিজেপিজোট, মেঘালয়ে এগিয়ে ‘এনপিপি’

আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ ২০২৩ ১৩:৪৯

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ২০২৩ সালে প্রথম বিধানসভা ভোট হয়েছে ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে। ভোটের ফলে ত্রিপুরায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। আর নাগাল্যান্ডে জিততে যাচ্ছে গেরুয়া জোট।

বৃহস্পতিবার (২ মার্চ) বিধানসভা নির্বাচনের ভোট গণণাকালে এসব তথ্য জানা গেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

ভোটের ফলে ত্রিপুরায় ৩২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে, সিপিএম ১২, তৃণমূল কংগ্রেস ১১, কংগ্রেস ৪টি আসনে এগিয়ে।

পাশাপাশি নাগাল্যান্ডে এনডিপিপি-বিজেপি জোট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। ভোটের ফলে এনডিপিপি ২৬ আসনে, বিজেপি ১৪টি আসনে এগিয়ে রয়েছে। আর এনপিএফ ৩টি আসনে এগিয়ে থাকলেও কংগ্রেস একটিতে জয়ের পথে নেই।

অন্যদিকে, মেঘালয়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা করছে এনপিপি। আগের বার বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়লেও এবার বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা করছে। আসন্ন জয়ের অনুমান করে মেঘালয়ে ইতিমধ্যেই উদ্যাপনের প্রস্তুতি শুরু করেছে এনপিপি।

আপাতত এ রাজ্যে ৯টি আসনে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিরোধী দল ইউডিপি। বিজেপি এগিয়ে রয়েছে ৭টি আসনে। তৃণমূল আর কংগ্রেস ৫টি করে আসনে এগিয়ে রয়েছে মেঘালয়ে।

সারাবাংলা/এমও

টপ নিউজ নাগাল্যান্ড বিজেপি বিধানসভা বিধানসভা ভোট ভোট মেঘালয়

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর