Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনার মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৩ ১৪:২৮

ঢাকা: ২৮টি সোনার বার উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মুনকির মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ মার্চ) আসামির অনুপস্থিততে ঢাকার ৫ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে আরও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এএফএম রেজাউর রহমান রুমেল এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৫ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসার সময় ২৮টি সোনার বারসহ মুনকির মিয়াকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। এরপর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর মামলার চার্জশিট দাখিল করে পুলিশ।

সারাবাংলা/এআই/ইআ

যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর