Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় ‘স্মার্ট বাংলাদেশের’ আবহে এটুআই স্টল, শিশু-তরুণদের ভিড়

সারাবাংলা ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৩ | আপডেট: ২ মার্চ ২০২৩ ১৯:১২

ঢাকা: একদিকে সারি ধরে লাইন। লাইন ঠেলে সামনে গেলে দেখা মিলছে, ৩৬০ ডিগ্রি ফটোশুটে ব্যস্ত এক যুবক, তার ডানপাশেই প্রযুক্তি ভার্চুয়াল রিয়েলিটি চোখে (ভিআর) বিভোর এক শিশু। তার মুখে চিলতে হাসি বুঝিয়ে দিচ্ছে আনন্দের গল্প। নতুন প্রযুক্তির স্বাদ পেয়ে চোখে-মুখে হাসি লেপ্টে আছে তার। স্টলের একেবারে ডানপাশে এক মধ্য বয়স্কের চোখ জায়ান্ট স্ক্রিনে। দেশের সরকারের ডিজিটাল সেবার আদ্যোপান্ত নিজেই জেনে-বুঝে নিচ্ছেন তিনি।

অমর একুশে বইমেলায় এমনই ‘স্মার্ট বাংলাদেশের’ আবহে স্টল সাজিয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করা কর্মসূচি অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)।
বাংলা একাডেমির প্রাঙ্গণে ঢুকে ৮৩৭-৮৩৯ স্টলের সামনে চোখ পড়লে দেখা মিলছে দৃষ্টিনন্দন এই স্টলকে ঘিরে দর্শণার্থীদের ভিড়। সব বয়সের মানুষদের আনো-গোনায় মুখরিত এটুআই স্টল। আগ্রহীদের চোখ আটকে যাচ্ছে নান্দনিক এই স্টলে।

বিজ্ঞাপন

বাবা-মাসহ বইমেলায় ঘুরতে আসেন মতিঝিল আইডিয়াল স্কুলের ক্লাস ফোরে পড়া শিক্ষার্থী ইমরান আহমেদ। ভার্চুয়ালি রিয়েলিটির অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত এই শিশু বলেন, ‘বইমেলায় এসে খুবই ভালো লাগছে। অনেক কিছু নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। প্রথমবার ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা নিতে পেরে ভালো লেগেছে।’

এটুআই স্টলে ৩৬০ ডিগ্রি ভিডিওগ্রাফিতে অংশ নেয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভা রহমান জানান তার অভিজ্ঞতার কথা, ‘সেলেব্রিটিদের দেখতাম ৩৬০ ভিডিওগ্রাফি করতে। এটুআইয়ের স্টলে এই অভিজ্ঞতা নিয়ে আনন্দবোধ হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় হওয়া আনন্দের বিষয়।’

এটুআই স্টলে ঘুরে যাওয়ার অভিজ্ঞতা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হান্নান পারভেজ। তিনি বলেন, ‘বইমেলায় এসে এটুআইয়ের স্টল চোখে পড়ে। দেশের প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন দেখছেন তার সফল উদাহরণ মনে হলো এই স্টল। এখানে ভার্চুয়াল রিয়েলিটি, ৩৬০ ডিগ্রি ভিডিওগ্রাফি দেখার সুযোগ হলো। বাংলাদেশের বিভিন্ন জেলার সুন্দর সুন্দর বই দেখলাম। সঙ্গে স্টলের এক বুথ স্ক্রিনে দেশের ডিজিটাল সেবাগুলো নিয়ে জানার সুযোগ হলো। খুবই ভালো উদ্যোগ নিয়েছে এটুআই। সবমিলে ভালো অভিজ্ঞতা হয়েছে।’

অমর একুশে বইমেলায় এবার প্রথম দিন থেকেই এটুআই স্টলকে ঘিরে দর্শণার্থীদের আগ্রহ বেড়ে চলছে।

সেই অভিজ্ঞতার কথা জানান স্টলের এক কর্মী। বলেন, ‘দেশের নানান প্রান্ত থেকে সব বয়সের মানুষদের আগ্রহ দেখতে পাচ্ছি। শিশু, যুব সমাজ ও বয়স্কদের মধ্যে এটুআই স্টলকে ঘিরে আলাদা আগ্রহ দেখা যাচ্ছে। লাইন ধরে সবাই স্টলের ফিচারগুলো দেখছেন সঙ্গে অংশ নিচ্ছেন। উদ্দীপনার সঙ্গে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন।’

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর