Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসককে শ্লীলতাহানির মামলায় একজন রিমান্ডে, আরেকজন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৩ ২৩:১৯

ঢাকা: লালবাগে প্রাইভেটকারে তুলে এক নারী চিকিৎসককে মারধর ও শ্লীলতাহানির মামলায় গ্রেফতার রাব্বি হাসান খান নামে এক জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নাজমুল হাসান নামে আরেক আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত এই আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ থানার ইন্সপেক্টর আনিছুর রহমান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

উল্লেখ, গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের দায়িত্ব পালন শেষে রিকশায় লালবাগের বাসায় ফিরছিলেন এক নারী চিকিৎসক। রিকশায় তার সঙ্গে ছোট ভাইও ছিলেন।

নারী চিকিৎসক উল্লেখ করে বলেন, এ সময় একটি প্রাইভেটকার এসে তাদের রিকশার গতিরোধ করে। নাজমুল ও আকাশ নামের দুজন গাড়ি থেকে নেমে তাকে রিকশা থেকে টেনে নামান। তখন গাড়ির ভেতরে ছিলেন হাসান, মশিউর। তারা সবাই আমার পূর্বপরিচিত। রাস্তায় কথা বলতে চাইলে তারা আমাকে জোরপূর্বক টেনে গাড়ির ভেতরে নিয়ে পেছনের আসন বসায়। এ সময় আমার ছোট ভাইকে রিকশা থেকে লাথি মেরে ফেলে দেয়। আমি চিৎকার দিয়েছিলাম। কিন্তু আশেপাশে কেউ ছিল না। পরে আমি গাড়ির দরজা দিয়ে নিচে পড়ে যাই। এ সময় পাশের গ্যারেজের লোকজন এসে আমাকে উদ্ধার করেন। তাদের হামলা ও মারধরে কাপড় ছিড়ে যায়। শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছি।

সারাবাংলা/এআই/একে

আদালত লালবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর