Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের শহীদ মিনার-স্মৃতিসৌধ নিয়ে চক্রান্ত রুখে দাঁড়ানো আহ্বান

সারাবাংলা ডেস্ক
৩ মার্চ ২০২৩ ১০:০১

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার নিয়ে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন সময়ে দুরভিসন্দিহমূলক সিদ্ধান্ত রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণিপেশার সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (২ মার্চ) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতারা বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতরে বাণিজ্যিক  স্থাপনা তৈরি ও অর্থের বিনিময়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বরাদ্দ দিয়েছে সিলেট সিটি করপোরেশনের মেয়র। সিলেট বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সমগ্র জাতির গভীর আবেগ ও শ্রদ্ধার প্রতীক। অর্থের বিনিময়ে শহীদ মিনার বরাদ্দ কিংবা স্মৃতিসৌধের অভ্যন্তরে বাণিজ্যিক উদ্দেশ্যে স্হাপনা তৈরি সিলেট সিটি করপোরেশনের মেয়রের উদ্ভট চিন্তা, রাজনৈতিক দেউলিয়াত্ব, গণতান্ত্রিক রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড সংকুচিত করার স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচায়ক এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী।

নেতারা, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সিসিক মেয়র কর্তৃক অর্থের বিনিময়ে বরাদ্দ দেওয়ার চক্রান্ত বন্ধ এবং স্মৃতিসৌধের অভ্যন্তরে মূল স্থাপনার বাইরে সকল স্থাপনা অবিলম্বে ভেঙে ফেলার আহ্বান জানান। এ বিষয়ে সোচ্চার হওয়ার জন্য সিলেটের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষরকারী নেতারা হলেন- গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আইডিয়ার প্রধান নির্বাহী নজমুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরিষ দত্ত, নাগরিক মৈত্রীর সমর বিজয় শেখর, ন্যাপ ঐক্য সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল,সিপিবি জেলা সভাপতি ফরহাদ হোসেন, গণতন্ত্রী পার্টি জেলা মো. আরিফ মিয়া, জাসদ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সাম্যবাদী দলের ব্রজগোপাল চৌধুরী, কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, ন্যাপ ঐক্য সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনির, আব্দুল কাইয়ুম মুকুল, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, সাম্যবাদী আন্দোলনের  অ্যাডভোকেট রণেন সরকার রনি, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা রুমাসহ অনেকে।

সারাবাংলা/এমও

শহীদ মিনার স্মৃতিসৌধ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর