পোস্টারের বিরুদ্ধে শিগগিরই অভিযান: আতিকুল
৩ মার্চ ২০২৩ ১৫:২৬
ঢাকা: যারা এখানে সেখানে পোস্টার লাগিয়ে শহর দূষণ করছে তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযানের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শুক্রবার (৩ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নওয়াব আলি চৌধুরী সিনেট ভবনে ‘সাসটেইনেবল এনার্জি সপ্তাহ ২০২৩’ উপলক্ষে আয়োজিত ‘গ্রিন সিটি স্মার্ট সিটি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘যেকোনো মুল্যে শহরকে রক্ষা করতে হবে। যারা পোস্টার লাগিয়ে শহর দূষণ করছে তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযানের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘সব দুর্নীতিবাজদের সকল অনিয়ম বন্ধে সোচ্চার ঢাকা উত্তর সিটি করপোরেশন। শহরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খাল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ ও বিবেক দূষণ থেকে বিরত থাকতে হবে।’
গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্ব দিয়ে মেয়র আতিক বলেন, ‘দুর্নীতি বন্ধে দালালদের দৌরাত্ম বন্ধ করা যেমন জরুরি, তেমনি পরিবেশ রক্ষায় গ্লোবাল ওয়ার্মিং বন্ধ করতে উদ্যোগ গ্রহণও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদের এনার্জি সাশ্রয়ে মনযোগ দিতে হবে।’
সারাবাংলা/আরএফ/এনএস