Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযুদ্ধ জাদুঘরের আওয়াজনে মুক্তির উৎসব

সারাবাংলা ডেস্ক
৩ মার্চ ২০২৩ ১৮:১৫

ঢাকা: মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা কর্মসূচির অধীনে গত বছরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে ২১তম বার্ষিক মুক্তির উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এই উৎসবের আয়োজন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের শপথ পাঠ করান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা সংগীতশিল্পী ডালিয়া নওশিন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি নারী নিশাত মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, সংসদ সদস্য আসানুজ্জামান নূর এবং মফিদুল হক।

উৎসবে ছায়ানটসহ শিল্পী ফেরদৌস আরা, আবিদা রহমান সেতু, সন্দীপন সংগীত পরিবেশন করেন। রিয়াদ হাসান, শুক্লা সরকারের পরিচালনায় নৃত্য পরিবেশন করে ধ্রুপদ ও কলাকেন্দ্র। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সর্বশেষে শিক্ষার্থীদের মধ্যে র‍্যাফেল ড্র’র মাধ্যেমে ১০০ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়।

সারাবাংলা/এনএস

মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তির উৎসব

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর