Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাম বাড়েনি সয়াবিন তেল-ছোলা-বুট-বেসনের

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৩ ১৮:১৮

ঢাকা: তিন সপ্তাহ পর রোজা। আর রোজায় যেসব পণ্যের চাহিদা বাড়ে তার মধ্যে অন্যতম হচ্ছে-ছোলা, বুট, বেসন, চিনি, সয়াবিন তেল। বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় এই সপ্তাহে দাম বাড়েনি।

শুক্রবার (৩ মার্চ) রাজধানীর বেশ কয়েকটি বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সয়াবিন তেলের দাম গত সপ্তাহের মতোই আছে। এদিন রূপচাঁদা, তীর, ফ্রেশ, পুষ্টি ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল বোতলের গায়ের দামে বিক্রি হতে দেখা যায়। এসব ব্র্যান্ডের ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৮৭ টাকা, ২ লিটার ২ হাজার ৩৭৪ টাকা, ৫ লিটার ৯০৫ টাকা করে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

বাজার ঘুরে দেখা গেছে, তীর ও ফ্রেশ ব্র্যান্ডের চিনি এক কেজি বিক্রি হচ্ছে ১১২ টাকায়। খোলা চিনি বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা কেজিতে। তবে সব দোকানে প্যাকেটজাত চিনি পাওয়া যায়নি। কিছু কিছু দোকানে প্যাকেটজাত চিনি পাওয়া গেলেও তা গায়ের মূল্যের চেয়ে ৫-১০ টাকা বাড়িয়ে বিক্রি করতে দেখা গেছে। এছাড়া ছোলা, বেসন, মটর গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুরের কৃষি মার্কেটের তিশা জেনারেল স্টোরের স্বত্ত্বাধিকারী মোশাররফ হোসেন পাটোয়ারী সারাবাংলাকে বলেন, গত সপ্তাহে যা ছিলো সেই দামেই ৯৫-১০০ টাকা কেজিতে বিক্রি করছে। চিনি (খোলা) বিক্রি করছি ১২০ টাকায়। তবে প্যাকেটজাত চিনি নেই। বেসন ১১০-১২০ কেজি, বুট ৯০-৯৫ টাকা, মটর ৭০-৭৫ টাকা কেজি দরে বিক্রি করছি।

তিনি আরও বলেন, বাজারে বুট, ছোলা, ডাল, তেলের পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম বাড়েনি। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে।

একই তথ্য দিলেন শ্যামলী কাঁচা বাজারের আল মদিনা স্টোরের বিক্রেতা নাহিদ মিয়া।

বিজ্ঞাপন

তিনি সারাবাংলাকে বলেন, চলতি সপ্তাহে তেল, চিনি, ছোলা, বুট, ডাল বেসনের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। আজ ছোলা ৯৫-১০০ টাকা কেজি দরে, বেসন ১২০-১২৫ টাকা কেজি দরে বিক্রি করছি। খোলা চিনি ১১৫-১২০ টাকা কেজি দরে, তবে প্যাকেটজাত চিনি নেই। বেসন ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর সয়াবিন তেল দাম আগের মতোই আছে।

এসময় তিনি জানান, এখন দাম না বাড়লেও রোজার কিছুদিন আগে থেকে দাম বাড়তে পারে।

পশ্চিম আগারগাঁওয়ের মৌসুমী স্টোরের মালিক মোশাররফ হোসেনে সারাবাংলাকে বলেন, রোজার পণ্য এখনও সেভাবে বিক্রি শুরু হয়নি। আশা করছি আগামী সপ্তাহ থেকে রোজার প্রয়োজনীয় আইটেম বুট, ছোলা, মুড়ি, পেঁয়াজ, বেসন, ডাল ও তেলের বিক্রি বাড়বে। বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের দোকানি ও সততা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফারুক শেখ সারাবাংলাকে বলেন, রোজায় চাহিদা বাড়ে এমন পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম বাড়েনি। তবে রোজা কাছাকাছি সময়ে চলে আসলে দাম বাড়তে পারে। আজকে সয়াবিন তেল গত সপ্তাহের দামেই বিক্রি করছি। রূপচাঁদা, তীর, ফ্রেশ, পুষ্টি ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল গত সপ্তাহের মতোই বোতলের গায়ের দামে বিক্রি হচ্ছে। তীর ও ফ্রেশ ব্র্যান্ডের চিনি বিক্রি করছি ১১২ টাকা কেজিতে। আর খোলা চিনি ১১৫-১২০ টাকায়।

তিনি জানান, সব দোকানে প্যাকেটজাত চিনি বিক্রি না হলেও খোলা চিনি পাওয়া যাচ্ছে।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর