Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচেতনতা তৈরিতে ভাসকুলার রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা


৫ মে ২০১৮ ২০:৪৪ | আপডেট: ৫ মে ২০১৮ ২০:৫০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ভাসকুলার রোগীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় ফ্রি ভাসকুলার ক্যাম্প।

শনিবার (৫ মে) ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় দুই শ রোগী। সকালে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. এম এ রশীদ এই কার্যক্রমের উদ্বোধন করেন।

ভাসকুলার রোগের কারণে বাংলাদেশে অনেক মানুষ অকালে হাত-পা হারাচ্ছেন। সচেতনতার অভাবে তারা জানেই না, এর চিকিৎসা রয়েছে এবং চিকিৎসা করালেই এই রোগ ভালো হয়। তাই সচেতনতা তৈরিতে বিনামূল্যে এই ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানান চিকিৎসকরা।

রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করেন ভাসকুকার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল, রেজিস্ট্রার ডা. জুবায়ের আহনেদ, রেসিডেন্ট ডা. রাফী, ডা. পলাশ, ডা. রুসামা ও ডা. শংকর।

হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল সারাবাংলাকে বলেন, ‘গত এক বছরে এই হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগে চিকিৎসাসেবা নিয়েছেন প্রায় ৩ হাজার রোগী। আর অস্ত্রোপচার করা হয়েছে তিন শ রোগীর। গড়ে এখানে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন বলেও জানান ডা. সাকলায়েন।’

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কেন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীতে ধুমধাম করে আয়োজন করার পরিবর্তে দরিদ্র রোগীদের চিকিৎসা করা গেলে যদি তাদের উপকার হয়, এ ভাবনা থেকেই এই ফ্রি চিকিৎসার আয়োজন করা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ হাসপাতালে এই বিভাগের চিকিৎসকদের ভিজিট ৯০০ টাকা, কিন্তু আমরা চেয়েছি, বিনামূল্যে চিকিৎসা দিয়ে সেবার মান ধরে রাখা এবং রোগীদের উৎসাহিত করা। কারণ, বাংলাদেশে ভাসকুলার রোগের কারণে অনেক মানুষ অকালে হাত এবং পা হারাচ্ছে। সচেতনতার অভাবে তারা জানেই না, এর চিকিৎসা রয়েছে এবং চিকিৎসা করালে এই রোগ ভালো হয়।’

ইব্রাহিম কার্ডিয়াকে ভাসকুলার সার্জারি বিভাগ চালু করার পর অকাল পঙ্গুত্ব থেকে মানুষ রেহাই পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যাদের ভাসকুলার সমস্যা রয়েছে- যেমন হাত-পায়ের রক্তনালীতে ব্লক রয়েছে, ডায়াবেটিসের কারণে ঘা শুকাতে সমস্যা হয়, রগ আকাঁ-বাঁকা হয়ে ফুলে রয়েছে, তারা যদি এখানে আসে তাহলে তাদেরকে সাশ্রয়ীমূল্যে সর্বাধুনিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।’

‘গত এক বছর এখানে অস্ত্রোপচার হয়েছে প্রায় তিন শ-এর মতো এবং তিন হাজারের বেশি রোগী বর্হিবিভাগে এসেছে। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন রোগী আমরা পেয়েছি’ বলে জানান তিনি।

প্রসঙ্গত, বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত দেশের প্রথম এ ভাসকুলার বিভাগটি এক বছর আগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে প্রতিষ্ঠিত হয়।

সারাবাংলা/জেএ/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর