Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এক উপদেষ্টা এলএনজি আমদানি ব্যবসায় জড়িত’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৩ ২০:৩৮

চট্টগ্রাম ব্যুরো: দেশের কূপ থেকে গ্যাস উত্তোলন না করে বিদ্যুৎ উৎপাদনের জন্য তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নিয়ে প্রশ্ন তুলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি নাম উল্লেখ না করে অভিযোগ করেছেন, সরকারের একজন উপদেষ্টা এলএনজি আমদানি ব্যবসার সঙ্গে জড়িত।

শুক্রবার (০৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম জেলা গণসংহতি আন্দোলনের প্রথম সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় জোনায়েদ সাকি এ অভিযোগ করেন। নগরীর লালদিঘীর পাড়ে জেলা পরিষদ মার্কেট চত্বরে জনসভায় সভাপতিত্ব করেন দলটির চট্টগ্রামের আহবায়ক হাসান মারুফ রুমী।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, ‘এই সরকার গত তিনমাসে তিনবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। আগে বিদ্যুতের দাম বাড়ানোর আগে রেগুলেটরি কমিশনে একটি গণশুনানি হতো। সেখানে গ্রাহকদের কিছু বলার সুযোগ হতো, তারপর দাম বাড়ানো হতো। এখন রেগুলেটরি কমিশনের তোয়াক্কা আর সরকার করছে না, নির্বাহী আদেশেই দাম বাড়িয়ে দিচ্ছে। বারবার দাম বাড়াতে হচ্ছে কেন ? ভর্তুকি দিতে হচ্ছে। আত্মীয়স্বজন, ভাই-ব্রাদারদের বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে দিচ্ছে সরকার।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই ক্যাপাসিটি চার্জকে আপনারা বলছেন ভর্তুকি। জনগণের টাকা এভাবে দেয়ার জন্য ভর্তুকির ব্যবস্থা তো আপনারাই তৈরি করেছেন। আপনারাই আমদানি নির্ভর বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করেছেন। গ্যাস উত্তোলন না করে এলএনজি আমদানির ব্যবস্থা করেছেন। এর কোনো প্রয়োজন ছিল না। আমাদের দেশে তো গ্যাসের সংকট নেই। গত ১৪ বছরে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেননি কেন ? কারণ আপনার একজন উপদেষ্টাসহ অনেকে এই এলএনজি আমদানির ব্যবসা করেন।’

বিজ্ঞাপন

গত ১৪ বছরে দেশের দুই বাজেটের সমপরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ’১০ থেকে ১১ লক্ষ কোটি টাকা শুধুমাত্র আমদানির হিসেবে পাচার হয়েছে। আমদানির দাম যত তার চেয়ে বেশি দেখিয়ে ব্যাংকিং চ্যানেলে এই টাকা পাচার করা হয়েছে। প্রকল্পের খরচ ১০০ থেকে ৫০০ গুণ বাড়িয়ে হুণ্ডির মাধ্যমেও টাকা পাচার করা হয়েছে।’

চুরি-চামারি করার জন্য সরকার জমিদারি স্টাইলে দেশ চালাচ্ছে মন্তব্য করে সাকি বলেন, ‘যে রাষ্ট্রে ভোট আছে, সরকারকে জবাবদিহি করতে হয়, জনগণ আদালতে যেতে পারে, স্বাধীন গণমাধ্যম আছে সেই রাষ্ট্রে এভাবে লুটপাট সম্ভব নয়। সেজন্য আওয়ামী লীগ এমন এক রাষ্ট্র বানিয়েছে যেটা তাদের জমিদারির মতো। এই রাষ্ট্রে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী, সংবাদ মাধ্যম সব তাদের লোক, সব তাদের পকেটে। চুরি-চামারি করে পার পাওয়ার জন্যই এমন রাষ্ট্র বানানো হয়েছে।’

মানুষ খুনের দায় থেকে সরকারকে কোনোভাবেই দায়মুক্তি দেয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘র‌্যাব আর পুলিশ আন্তর্জাতিকভাবে স্যাংশনের মুখোমুখি হয়েছে। তাদের যে মর্যাদা, গৌরব ক্ষুন্ন হয়েছে এর জন্য শেখ হাসিনার সরকার দায়ী। কারণ সরকার বিরোধী দলের আন্দোলন দমন করার জন্য র‌্যাব-পুলিশকে দিয়ে মানুষ মেরেছে। আইনশৃঙ্খলা বাহিনীর যেসব কর্মকর্তা এই অন্যায়ের সঙ্গে জড়িত তাদের এর দায় অবশ্যই নিতে হবে।’

জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নাটক শুরু করেছে মন্তব্য করে জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচন কমিশন বলছে তারা স্বাধীনভাবে কাজ করতে চায়, সুষ্ঠু নির্বাচন দিতে চায়। কত নাটক তারা করছে ! শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন এদেশে হবে না।’

প্রথম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ফরহাদ জামান অভি, নাসির জসি ও ফাহিম শরীফ খান জনসভায় বক্তব্য রাখেন। এর আগে সম্মেলন উপলক্ষে র‌্যালি বের করেন গণসংহতির নেতাকর্মীরা।

সারাবাংলা/আরডি/ এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর