Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইম্পেরিয়াল হাসপাতালের ওয়াকথন কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৩ ২১:৫০

চট্টগ্রাম ব্যুরো: অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের আয়োজনে ‘ওয়াকথন’ (শরীরচর্চায় হাঁটা) কর্মসূচি পালন হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) সকালে নগরীর প্রবর্তক মোড় থেকে ওয়াকথন শুরু হয়। দুইশ’রও বেশি মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। ওয়াকথন নগরীর প্রবর্তক মোড়, জিইসি, খুলশী, অয়্যারলেস মোড় হয়ে ফয়স’লেকে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

ওয়াকথনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়। এসময় অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা খ্যাতনামা চিকিৎসক রবিউল হোসেন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী, প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. অন্নত এন রাও এবং ডা. কিউ এম ওহিদুল আল বক্তব্য রাখেন।

বক্তারা নিয়মিত ব্যায়াম ও হাঁটার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন রোগ প্রতিরোধ সম্ভব বলে জানান।

সারাবাংলা/আইসি/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর