Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দারুস সালামে ছুরিকাঘাতে ৩ শিক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৩ ০০:০৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর দারুস সালামে ছুরিকাঘাতে তিন কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা হলো, কৃষি ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র আরাফাত ইসমাইল আলিফ (১৮) বাংলা কলেজের প্রথম বর্ষের ছাত্র আব্দুর রহমান রায়হান(১৮) ও মিরপুর পলিটেকনিক কলেজের ছাত্র তানভির খান হেমন্ত(২১)।

শুক্রবার (৩মার্চ) রাত সারে ৮টার দিকে দারুসসালাম খালেক পাম্পের পাশে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আহত হেমন্ত জানান, তাদের সবার বাসা দারুস সালাম এলাকায়। আজকে তার নিজের জন্মদিন ছিল। চারজন বন্ধু মিলে খালেক পাম্পের পাশে কেক কাটছিলেন। পাশেই একটি ছেলে নেশা করছিল। এ সময় নেশাখোর ছেলেটি তাদের বন্ধু রাফিকে ডাক দেয়। রাফি ওই ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, নেশা করছিস। আবার আমাকে ডাকছিস। কথায় কথায় রাফি ওই ছেলেকে চড়-থাপ্পড় মারে।

হেমন্ত জানান, কিছুক্ষণ পর একই এলাকার আরাফাত রাব্বি, হৃদয়সহ কয়জন ঘটনাস্থলে আসে। প্রথমে তারা রাফিকে মারধর করে। ঠেকাতে গেলে রাব্বী তিনজনকে সুইচগিয়ার দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

ছুরিকাঘাতে আহতদের ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এসএসআই) মো. মাসুদ মিয়া বলেন, আহত তিনজনের মধ্যে আলিফের পেটে, রায়হানের পিঠে, পেটে ও হেমন্তের পিঠে বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। এরমধ্যে আলিফের অবস্থা গুরুতর। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তের জন্য দারুস সালাম থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একে

ছুরিকাঘাত টপ নিউজ দারুস সালাম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর