‘আন্দোলন শুরু হয়নি, সরকার এখনই সংলাপে বসার কথা বলছে’
৪ মার্চ ২০২৩ ১৩:৪৯
ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেছেন, ‘পুরোদমে আন্দোলন শুরু হয়নি, এখনই সরকার সংলাপে বসার জন্য কথা বলছে। এতেই বোঝা যায় সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে এবং বিদেশে ঘৃণিত সরকার হিসেবে পরিচয় লাভ করেছে।’
শনিবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন মাহামুদুর রহমান মান্না। বর্তমান সরকারের পদত্যাগ, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ করা হয়।
সরকারের উদ্দেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না বলেন, ‘সরকার যদি সংলাপে বসতে চায় তা হলে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব দেওয়া হোক। প্রস্তাব দিলে আমরা সংলাপের এজেন্ডা কি হবে তা নিয়ে কথা বলবো।’
সংক্ষিপ্ত সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক দল থেকে স্বৈরাচারী ও সন্ত্রাসী দলে পৌঁছে গেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য কারা যা খুশি তাই করছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রীদের বিবস্ত্র করছে। সরকার সরা দেশটিকে বিবস্ত্র করে ফেলেছে। এভাবে দেশ চলতে পারে না। যত তাড়াতাড়ি সরকারের পতন হবে, ততই দেশ ও জাতি রক্ষা পাবে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। তারা বিদেশি প্রভুদের খুশি করছে।’
জাসদের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন স্বপন বলেন, ‘দেশের মানুষ আজ দুর্বিষহ জীবন যাপন করছে। এই মাফিয়া সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।’
অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বর্তমান সরকারকে রাষ্ট্রদ্রোহী সরকার হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘সরকার জনস্বার্থের দিকে না তাকিয়ে ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের খুশি করছে।’
সমাবেশ থেকে বর্তমান সরকারের পদত্যাগ, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১১ মার্চ বিভাগীয় শহরসহ ঢাকায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ।
সারাবাংলা/এএইচএইচ/এমও