Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন—প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন

ঢাবি করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৩ ১৭:০৫

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড প্রতিনিধি নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সুষ্ঠুভাবেই সব কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

শনিবার (৪ মার্চ) ঢাকার বাইরের ২৯টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রে সকাল দশটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত।কেবল বগুড়ার সরকারী আযিযুল হক কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় একঘণ্টা আগে সকাল ৯টায় এবং শেষ হয় বেলা ১টায়। ওই কলেজ কর্তৃপক্ষের একটি প্রোগ্রাম থাকায় একঘণ্টা আগেই ভোটগ্রহণ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনে দায়িত্বরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাইফুল আহসান সারাবাংলাকে বলেন, ‘কোথাও কোনো সমস্যা হয়নি। সন্তোষজনক নির্বাচন হয়েছে। ১০টায় শুরু হয়ে ২টায় ভোটগ্রহণ শেষে ব্যালটগুলো ঢাকায় নিয়ে আসা হচ্ছে।’

তিনি বলেন, ‘কেবল বগুড়ার একটি কেন্দ্রে একঘণ্টা আগে ভোটগ্রহণ শুরু হয়েছিল। ওই কলেজের একটি প্রোগ্রাম থাকায় একঘণ্টা আগে ৯টায় শুরু করে একঘণ্টা আগে ১টায় ভোটগ্রহণ শেষ হয়েছে।’

এবারের নির্বাচনের নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘কোনো ধরনের সমস্যা ছাড়াই আজকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো সমস্যার কথা আমি শুনিনি।’

এবারের রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে চারদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে ৪ মার্চ ২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। আগামী ১১ মার্চ ৯টি এবং ১৪ মার্চ ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া, আগামী ১৮ মার্চ ঢাকার ভেতরে চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এই কেন্দ্রগুলোতে সকাল ৯টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ঢাকার ভেতরের কেন্দ্রগুলোর মধ্যে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ১ থেকে ১৬,০০০ পর্যন্ত, ছাত্র-শিক্ষক কেন্দ্রে ১৬,০০১ থেকে ৩২,০০০ পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ৩২,০০১ থেকে ৪৮,০০০ পর্যন্ত এবং শারীরিক কেন্দ্রে ৪৮,০০১ থেকে ৫৯,৩২০ পর্যন্ত রেজিস্ট্রেশন নম্বরধারীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সারাবাংলা/আরআইআর/আইই

টপ নিউজ ঢাবি রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর