Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ায় মারামারি, প্রাণ গেল বরের বাবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৩ ১৭:২০

নীলফামারী: জেলার জলঢাকা উপজেলায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে বরের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কনে পক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বগুলাগাড়ি এরশাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বরের বাবা নুরু মিয়া রংপুর হাজিরহাট এলাকার উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, পারিবারিকভাবে জলঢাকা উপজেলার বগুলাগাড়ী এলাকার আনারুল ইসলামের মেয়ে জান্নাতুলের সাথে বিয়ে সম্পন্ন হয় নিহত নুরু মিয়ার ছেলে জোনাব আলীর সঙ্গে। তবে বউ নিতে কনে বাড়িতে ১০০ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় আড়াইশ’ অতিথি আসে। ফলে খাওয়ার সময় মাংস কম পড়ে যায়। এতে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে মারামারির ঘটনায় ঘটে। এতে বরের বাবা নুরু মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। এ ঘটনায় কনের বাবা ও স্থানীয় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার পর বাড়ি থেকে পালিয়েছে কনের পরিবারের লোকজন।

এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবীর বলেন, ‘সেখানে মারামারির ঘটনা ঘটেছিল। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় দুই জনকে আটক করেছি। বাকি আইনি ব্যবস্থার কাজ চলমান রয়েছে। এটি পিটিয়ে হত্যা কিনা ময়নাতদন্তের রিপোর্ট এলে বলা যাবে।’

সারাবাংলা/পিটিএম

জলঢাকা টপ নিউজ মাংস

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর