মাথায় কাচ পড়ে আহত নাছির, অল্পের জন্য কাদেরের রক্ষা
৪ মার্চ ২০২৩ ১৯:৪৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে প্রয়াত নেতা মোছলেম উদ্দিন আহমেদের শোকসভা শেষে বের হওয়ার পথে নেতাকর্মীদের ভিড়ে কনভেনশন হলের দরজার কাচ ভেঙে আহত হয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। এসময় অল্পের জন্য রক্ষা পান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় আরও কয়েকজন নেতা।
শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনার পর আ জ ম নাছির উদ্দীনকে নগরীর ও আর নিজাম রোডে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের শোকসভা অনুষ্ঠিত হয়েছে নগরীর কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর আওয়ামী লীগ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঘটনাস্থলে থাকা নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা সারাবাংলাকে বলেন, ‘শোকসভা শেষ হওয়ার পর আমরা মন্ত্রী ওবায়দুল কাদের স্যারকে বের করছিলাম। বের হওয়ার দরজায় লোকজনের অস্বাভাবিক চাপ ছিল। ভিড়ের চাপে গ্লাসের দরোজা ভেঙে যায়। তবে মন্ত্রী মহোদয়ের কোনো সমস্যা হয়নি। আমরা উনাকে নিরাপদে গাড়িতে তুলে দিতে সক্ষম হই।’
প্রত্যক্ষদর্শী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘নাছির ভাই সামনে থেকে কাদের ভাইকে নিয়ে বের হচ্ছিলেন। নেতাকর্মীর সমাগম বেশি ছিল। সবাই একসঙ্গে বের হতে গিয়ে হুড়োহুড়ি হয়। কাচ ভেঙে নাছির ভাইয়ের মাথায় পড়ে। রক্ত পড়ছিল। আমরা উনাকে দ্রুত মেডিকেল সেন্টার ক্লিনিকে নিয়ে আসি। কাদের ভাই একটু পেছনে থাকায় কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে।’
নগর কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘কাচের টুকরা একেবারে মাথার মাঝ বরাবর পড়েছে। মাথা ফেটে গেছে। লোকাল এনেস্থেশিয়া দিয়ে চারটি সেলাই দিতে হয়েছে। অবস্থা তেমন গুরুতর নয়। তবে যেহেতু হেড ইনজুরি, অবজারভেশনের মধ্যে রাখতে হবে। রাতেই বাসায় পাঠিয়ে দেওয়া হবে।’
হাসপাতালে ভর্তি আ জ ম নাছির উদ্দীন টেলিফোনে সারাবাংলাকে বলেন, ‘সামান্য কেটেছে। সেলাই দিতে হয়েছে। তবে আমি সুস্থ আছি। টেনশনের কিছু নেই।’
চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সারাবাংলাকে বলেন, ‘ভিড়ের মধ্যে নাছির ভাই ছাড়া আরও ২-৩ জনের শরীরে ভাঙা কাচের টুকরা পড়েছে। তবে সিনিয়র নেতাদের আর কারও তেমন কোনো ক্ষতি হয়নি।’
শোকসভা থেকে বেরিয়ে ওবায়দুল কাদের সরাসরি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন বলে জানা গেছে।
সারাবাংলা/আরডি/আইই