সংবিধান বিরোধী কোনো দাবি আওয়ামী লীগ মানবে না: আব্দুর রহমান
৪ মার্চ ২০২৩ ২১:৪১
ঢাকা: সংবিধান বিরোধী কোনো দাবি আওয়ামী লীগ মানবে না বলে বিএনপিকে স্পষ্ট জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, এদেশে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা অবশ্যই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেখতে চাই।
শনিবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা-৮ আসন আওতাধিন মতিঝিল, পল্টন, শাহবাগ ও শাহজানপুর থানা আওয়ামী লীগ এ সমাবেশে অংশ নেন। আজ রাজধানীতে বিএনপির কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন পয়েন্টে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
নির্বাচনে শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চায় আওয়ামী লীগ জানিয়ে বিএনপির উদ্দেশে আব্দুর রহমান বলেন, সরকার পতনের একমাত্র লক্ষ্য নয়, তাদের লক্ষ্য এদেশকে ধ্বংস করে দেওয়া। আজকে তারা শুধু মাত্র সরকার পতনের লক্ষ্য নিয়েই মাঠে নামেনি, তত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য নিয়ে মাঠে নামেনি। তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে মাঠে নেমেছেন।’
বিএনপিসহ যে-সকল রাজনৈতিক দল; তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন, তাদের সে স্বপ্ন এ বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না বলে দাবি করে আব্দুর রহমান বলেন, এ দেশে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে অবশ্যই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেখতে চাই। যদি প্রয়োজন হয় আরও একবার এ আওয়ামী লীগ, এ বঙ্গবন্ধু পরিবারের সন্তানেরা পাঞ্জা ধরবো, লড়াই করবো, তবুও মাঠ ছাড়বো না।’
শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, দেশের মানুষের মুখে হাসি ফুটবে দাবি করে আব্দুর রহমান বলেন, যদি (বিএনপি) ভালো নির্বাচন করতে চান, তাহলে নির্বাচনে আসেন। শেখ হাসিনা শতভাগ নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিয়েছেন।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমরা শান্তি সমাবেশ করছি, অপরদিকে একটা দানবীয় শক্তি এ সরকার পতনের জন্য আপ্রাণ চেষ্টা করছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মাসুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারেক সাঈদসহ মহানগরের বিভিন্ন স্তরের নেতারা।
সারাবাংলা/এনআর/ইআ