Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিবাগে ট্রেনের ধাক্কায় প্রবাসীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৩ ২৩:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মালিবাগ রেললাইনে ট্রেনের ধাক্কায় সাহাবুদ্দিন (৬৫) নামে এক প্রবাসী মারা গেছেন।

শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মালিবাগের গুলবাগ রেললাইনে এ ঘটনা ঘটে।

মৃত সাহাবুদ্দিন সৌদিআরব প্রবাসী। ফেব্রুয়ারি মাসে তিনি দেশে এসেছেন। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। স্ত্রী ও এক ছেলে তিন মেয়েকে নিয়ে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের নিজেদের বাসায় থাকতেন। চলতি মাসের শেষের দিকে আবার সৌদিআরব যাওয়ার কথা ছিল।

সাহাবুদ্দিনের ভাগিনা মাহমুদুল হাসান নাফিজ জানান, আজ সকালে মামাকে সঙ্গে নিয়ে নিজেদের প্রাইভেকারে করে ব্যবসায়িক কাজে বের হন। রাতে বাসায় ফেরার পথে গুলবাগে রেললাইনের ধারে গাড়ি থেকে নেমে এক বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলছিলেন তার মামা। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় রাস্তায় পড়ে যান। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

ট্রেনের ধাক্কায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর