Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধ বন্ধে জাতিসংঘ মহাসচিবকে উদ্যোগ নেওয়ার আহ্বান শেখ হাসিনার

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৩ ০০:০১

ঢাকা: সারা বিশ্বের মানুষের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত যুদ্ধ বন্ধে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৪ মার্চ) কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এ আহ্বান জানান। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত যুদ্ধ বন্ধ করার জন্য জাতিসংঘ মহাসচিবকে বিশেষ উদ্যোগ নিতে বলেছেন।

জাতিসংঘ মহাসচিবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধের ফলে আমাদের অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে স্যাংশনের কারণে জিনিসপত্র ঠিকমতো না আসায় দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে। এতে মানুষের অনেক কষ্ট হচ্ছে, দুনিয়া জুড়ে মানুষের কষ্ট হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ বন্ধ করা দরকার।’

শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধ তাড়াতাড়ি শেষ হলে দেশের জন্য, দশের জন্য মঙ্গল। এই যুদ্ধের কারণে যারা বেশি লাভবান হচ্ছে তাদের উচিত যুদ্ধে যারা ক্ষতিগ্রস্থ হচ্ছে সেই সমস্ত দেশকে সাহায্য করা।’

সারাবাংলা/পিটিএম

অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ মহাসচিব

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর