Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সায়েন্স ল্যাব এলাকায় ভবন ধস-আগুন; আহত অনেক

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৩ ১১:০৯

ঢাকা: রাজধানীর নিউমার্কেটের সায়েন্স ল্যাব এলাকায় প্রিয়াঙ্কা মার্কেট ভবনে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের আংশিক ধসে পড়েছে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিকট শব্দে সবকিছু অন্ধকার হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো এলাকা। কেউ কেউ জানিয়েছেন, এসি বিস্ফোরণের কারণে এরকম বিকট শব্দ হয়েছে। ভবনের দেয়ালসহ অনেক কিছু ছিটকে সড়কে পড়েছে। বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, পৌনে ১১ টার দিকে খবর আসে সায়েন্স ল্যাব এলাকায় ভবন ধসে পড়েছে ও আগুন লেগেছে। আমরা চারটি ইউনিট পাঠিয়েছি। আসলে কী ঘটেছে সেটি শুরুতে জানা যায়নি। এসি বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। ভবনের আংশিক অংশ ধসে পড়েছে। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু সারাবাংলাকে জানান, বিস্ফোরণের পর কালো ধোয়া বের হয় এবং আগুন লেগে যায়। সেখানে পুলিশ কাজ শুরু করেছে।

সায়েন্স ল্যাব এলাকায় সুকন্যা টাওয়ারের বাসিন্দা গোলাম মুজতবা ধ্রুব বলেন, সায়েন্স ল্যাবের সুকন্যা টাওয়ারের পাশে বিকট শব্দ। কালো ধোঁয়া। কী যেন ভেঙে পড়েছে।

পুলিশ জানিয়েছে, ঢাকা কলেজের বিপরীত দিকের সড়কে এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা মার্কেটের সামনের অংশ ধসে সড়কে এসে পড়েছে। তিন তলায় বিস্ফোরণ হলেও আশে-পাশের সবকিছু ভেঙেচুরে পড়েছে।

সারাবাংলা/ইউজে/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর