Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৩ ১৫:০০

রংপুর: বই পড়ার অভ্যাস ও জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষিত-সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে রংপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে।

রোববার (৫ মার্চ) নগরির পাবলিক লাইব্রেরী মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। পরে বইমেলা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা ও জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

বক্তারা জানান, বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চা একটি জাতিকে সভ্য, শিক্ষিত ও সমৃদ্ধ করে তোলে। আনন্দের সঙ্গে শিক্ষা অর্জন মানুষের ব্যক্তিত্বের সঠিক বিকাশের জন্য অপরিহার্য।

মেলায় জেলার বিভিন্ন প্রকাশনী ও লাইব্রেরীর ৩১টি স্টল রয়েছে।

সারাবাংলা/ইআ

বইমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর