Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গবেষণা হতে পারে ক্যারিয়ার


৫ মে ২০১৮ ২২:২৬ | আপডেট: ৫ মে ২০১৮ ২২:২৭

।। মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর ।।

ঢাকা: পদার্থবিজ্ঞান বা রসায়নের মতো বিষয়ে লেখাপড়া শেষ করে মানুষ ব্যাংকে বা বিসিএস এর জন্য চাকরি খোঁজে এমন ঘটনা দেখা যায় হরহামেশাই বিজ্ঞান চর্চা বা গবেষণা যে একটা ক্যারিয়ার হতে পারে এটাই জানেন না অনেকে।

গবেষণার সুযোগ ও গবেষণায় ক্যারিয়ার গড়ে তোলার পদ্ধতি সম্পর্কে অবহিত, গবেষণা প্রতিষ্ঠানের সাথে পরিচিত এবং গবেষণা ও ক্যারিয়ার তৈরির সুযোগ সম্পর্কে ধারণা দিতে শনিবার (৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজন করা হয় ‘দেশীয় গবেষণা ও গবেষণায় ক্যারিয়ার উৎসব ২০১৮’। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি (ডিইউএসএস) এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

এ উৎসবে অংশ নেয় বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; টেলিমেডিসিন প্রোগ্রাম, বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ, ঢাবি; বাংলাদেশ ইন্সটিটিউট ফর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি; বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর); বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন; ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস; রেলেভেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি সোসাইটি; বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমি; রেড গ্রইন রিসার্চ সেন্টার এবং আইসিডিডিআরবি।

অনুষ্ঠানে বাংলাদেশের গবেষণার পরিস্থিতি, গবেষণার বিভিন্ন ক্ষেত্র এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বায়োমেডিকেল ফিজিক্সের অধ্যাপক ও গবেষক ড. সিদ্দিক-ই- রব্বানী।

বিজ্ঞাপন

সারাদেশ থেকে আগত বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিজ্ঞান ক্লাব যোগ দেয় অনুষ্ঠানে। সমাপনী অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর সুকল্যাণ বাসার বলেন, সারাদেশে থেকে বিজ্ঞান ক্লাবগুলোর দায়িত্ব বিজ্ঞান জাদুঘরের তারা যদি আমাদের সঙ্গে নিবন্ধিত থাকে তবে তার আমাদের বিভিন্ন আর্থিক ও কারিগরি সহায়তা পেতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন একটি আয়োজন দরকার ছিল, যেন ক্ষুদে বিজ্ঞানীরা একটি পথ নির্দেশিকা পায়।

অনুষ্ঠানে অংশ নেয়া ৯টি প্রতিষ্ঠানের বুথে বিজ্ঞান গবেষণা ক্যারিয়ার হিসেবে জন্য কীভাবে নিজেকে প্রস্তুতি নিতে হয়। কারা কীভাবে কাজ করে সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়। ক্ষুদে বিজ্ঞানীরা ঘুরে ঘুরে সেসব বুথ দেখে। সবশেষে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা হয়।

সারাবাংলা/এমএ/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর