বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি: সেনাবাহিনী
৫ মার্চ ২০২৩ ১৯:৪৪
ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় কোনো ধরণের বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৫ মার্চ) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা শেষে সাংবাদিকদের এ কথা জানান সেনাবাহিনীর ৫৭ ইঞ্জিনিয়ারিং কোম্পানির কমান্ডিং অফিসার মেজর মো. কায়সার বারী।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্য। আমরা প্রাথমিকভাবে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র দিয়ে ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করেছি। পর্যবেক্ষণের মাধ্যমে বুঝতে পারি, এ ঘটনা বিস্ফোরকের মাধ্যমে সংঘটিত হয়নি। যদি বিস্ফোরণের ঘটনায় কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হতো তাহলে আমাদের যন্ত্রের মাধ্যমে বোঝা যেত। এখানে বারুদ বা আইইডি ব্যবহারেরও কোনো আলামত পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘যেহেতু আমরা প্রাথমিকভাবে বিস্ফোরক ব্যবহারের কোনো আলামত পাইনি, আরও তদন্ত শেষে পরবর্তী সময়ে জানা যাবে কি কারণে বিস্ফোরণটি ঘটেছে।’
রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে হঠাৎ বিকট শব্দে ভবনে বিস্ফোরণ হয়। এরপর চারদিক সেয়ে যায় ধোঁয়ায়। আশেপাশের সব ভবনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। আহত হয়ে ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া পপুলার হাসপাতালে অন্তত ৫০ জন চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, ফায়ার সার্ভিস, পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট, সিটিটিসি, সিআইডিসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন:
সায়েন্স ল্যাবে ধ্বংসস্তূপ ভবনটিতে বোম্ব ডিসপোজাল ইউনিট
সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ: নিহত ৩, আহত ৩৭
সায়েন্সল্যাবের বিস্ফোরণ মগবাজারের মতোই— ধারণা সিটিটিসির
সারাবাংলা/ইউজে/ইআ
টপ নিউজ বিস্ফোরকের আলামত ভবনে বিস্ফোরণ সায়েন্সল্যাব সেনাবাহিনী