Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগ্রাম আর সাফল্যের কথা বললেন তারা

সারাবাংলা ডেস্ক
৭ মার্চ ২০২৩ ১৩:৩৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারী নারীদের নিয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন করেছে ভারতের সহকারী হাই কমিশন। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, শিল্পসংস্কৃতি, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সুপরিচিত অন্তত ২৫ নারী এ অনুষ্ঠানে তাদের সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরেছেন।

সোমবার (৬ মার্চ) রাতে নগরীর খুলশীতে একটি রেস্তোঁরায় এ অনুষ্ঠানের আয়োজন করে ভারতের সহকারী হাই কমিশন।

বিজ্ঞাপন

সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন বলেন, ‘বিশ্বকে আরও ন্যায্য, শান্তিপূর্ণ এবং মুক্ত স্থান হিসেবে গড়ে তুলতে লিঙ্গ সমতার বিকল্প নেই। ভারত ও বাংলাদেশ নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে এখনও অনেক পথ যেতে হবে। বিভিন্ন সেক্টরের সফল নারীরা সমাজের রোলমডেল। তারাই পিছিয়ে পড়া নারীদের এগিয়ে যাবার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্সের সহ সভাপতি মুনাল মাহবুব ও পরিচালক সাহেলা আবেদিন রীমা, নৃত্যশিল্পী প্রমা আবন্তি ও শুভ্রা সেনগুপ্তা, সাংবাদিক ডেইজি মওদুদ ও লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম গ্রামার স্কুলের অধ্যক্ষ মাহিন খান, সিআইডিআর ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ নীতি ত্রিপাঠি, সঙ্গীতশিল্পী কাবেরী সেনগুপ্ত এবং শ্রেয়সী রায় বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/ইআ

আন্তর্জাতিক নারী দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর