Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৬

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৩ ১৭:৩৬

ঢাকা: রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ১৬ জন হয়েছে। আহত হয়েছেন ১২০ জন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৩৪জনকে ভর্তি করা হয়েছে। তিনজন অগ্নিদগ্ধকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণর এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, গুলিস্তানের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড বিপরীত দিকে সিদ্দিক বাজার এলাকায় কোন কিছু বিস্ফোরণের ঘটনায় ঘটনা ঘটে। আমাদের ১১ ইউনিট সেখানে কাজ করছে।

সন্ধ্যায় ছয়টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক সাংবাদিকদের বলেন, ১৫ জনের মৃত্যু হয়েছে। আমাদের এখানে তিনজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। শতাধিক আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে চিকিৎসক ও নার্সরা আছেন। যত ধরনের সাপোর্ট দেওয়া সম্ভব আমরা দিচ্ছি।

ডিএমপির লালবাগ বিভাগের উপ কমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, সিদ্দিক বাজারের শেষ মাথায় ফুলবাড়িয়ায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।

কী বিস্ফোরণ ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, সেটি এখনই বলা যাচ্ছে না। আমরা কাজ করছি।

সারাবাংলা/ইউজে/এসবি/এসএসআর/এনইউ/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর