Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবনে বিস্ফোরণ: গুলিস্তানে বোম্ব ডিসপোজাল ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৩ ১৯:০১

ঢাকা: রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় ভবনে বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিআইডির ফরেনসিক বিভাগ ঘটনাস্থলে পৌঁছেছে। এরইমধ্যে তারা কাজ শুরু করেছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে গুলিস্তানের বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, ‘বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট পাঠানো হয়েছে। তারা কাজ করছে। আহত ও নিহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরাও সেখানে নানাভাবে কাজ করছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এই বিস্ফোরণকে নাশকতা হিসেবে মনে করছি না। তারপরও কোনো নাশকতা আছে কিনা সেটা তদন্ত করা হচ্ছে।’

আরেক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘এটি একটি বাণিজ্যিক ভবন। নীচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।’

এদিকে ঘটনাস্থলে উপস্থিত ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) বিপ্লব কুমার সরকার বলেন, ‘বিস্ফোরণস্থলে এখনও অনেকে আটকে থাকতে পারে। তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা আমাকে জানিয়েছেন ভেতরে আরও কেউ থাকতে পারে।’

ভয়াবহ এই বিস্ফোরণে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১২০ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিস্থানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট।

সারাবাংলা/ইএইচটি/ইউজে/ইআ

বোম্ব ডিসপোজাল ইউনিট ভবনে বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর