‘এইডা কী করলা আল্লাহ’
৭ মার্চ ২০২৩ ১৯:৫৪
ঢাকা: মাত্র দুই সপ্তাহ আগে কাতার প্রবাসী সুমন দেশে এসেছেন। বিয়ে করবেন বলে চার মাসের ছুটি নিয়ে দেশে আসেন তিনি। কিন্তু, শেষ পর্যন্ত কিছুই করা হলো না, মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে।
রাজধানীর বংশালে থাকেন সুমনের পরিবার। শবে বরাত উপলক্ষে রোজা রেখেছিলেন সুমনের মা। মায়ের জন্য ইফতার কিনতে বন্ধু সাকিবসহ সিদ্দিকবাজার এলাকার স্টার বেকারিতে গিয়েছিলেন তিনি। স্টার বেকারির মাত্র কয়েক বিল্ডিং পড়েই ঘটে বিস্ফোরণের ঘটনা। তবে রাস্তার অপর পাশে বন্ধুকে সাকিবকে রেখে ঘটনাস্থলের সামনে দিয়েই বেকারিতে যাচ্ছিলেন সুমন, ঠিক এমন সময় ঘটে বিস্ফোরণ।
নিহত সুমনের বন্ধু সাকিবের মুখেই শোনা গেছে এসব কথা।
সাকিব সারাবাংলাকে বলেন, ‘আমি রাস্তার ওপারে ছিলাম। সুমন ওই বিল্ডিং বরাবর রাস্তা পার হয়ে বেকারিতে যাচ্ছিল। তখনই বড় আওয়াজ হয়। বোম ফাটার মতো। এরপর আমি কোনোমতে রাস্তা পার হয়ে সুমনকে একটা পিকাপে তুলে দিয়ে দৌঁড়াতে দৌঁড়াতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছি। এখানে আসার পর দেখি সুমন আর নাই।’
জরুরি বিভাগের ভেতরে সুমনকে একনজর দেখার সুযোগ হয়েছে তার মায়ের। বাইরে বসে অঝোরে কাঁদছেন তিনি।
‘ক্যান আইলো আমার পোলাডা’, ‘এইডা কী করলা, আল্লাহ’ বলে কাঁদছেন তিনি। সুমনের বোনসহ অন্যরা চেষ্টা করেও কোনোভাবে স্বাভাবিক রাখতে পারছে না সুমনের মাকে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২০ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে।
সারাবাংলা/আরআইআর/ইআ