সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি
৮ মার্চ ২০২৩ ১২:৩৮
ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজারের দুই ভবনে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ঢাকা মেট্রো) দেবাশীষ বর্ধন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তদন্তের জন্য পাঁচ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।’
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তান ফুলবাড়িয়ায় সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়েত পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন।
আরও পড়ুন:
সিদ্দিকবাজারে উদ্ধার তৎপরতা ফের শুরু
সিদ্দিকবাজারে গ্যাস থেকে বিস্ফোরণ, ধারণা ফায়ার সার্ভিসের
গুলিস্তান বিস্ফোরণের শিকার ১১ অগ্নিদগ্ধ বার্ন ইনস্টিটিউটে
গুলিস্তান বিস্ফোরণে নিহত ১৮
সারাবাংলা/ইউজে/ইআ