Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্দিক বাজার ট্রাজেডি: ভবনের সামনের সড়ক আজও বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৩ ১৩:১০

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ভবনের সামনের রাস্তা আজও বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টায় ডিএমপি’র লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফারহানা মিলি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার রাতে রাজউক ও বুয়েটের সম্মিলিত বিশেষজ্ঞ দল পরিদর্শন শেষে খুবই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। এই অবস্থায় রাস্তা খুলে দিয়ে বড় কোনো দুর্ঘটনার শিকার যেন না হতে হয়, সেজন্য রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ডিসি মিলি বলেন, ‘রাজউক, সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস থেকে নির্দেশনা না পাওয়া যাচ্ছে, ততক্ষণ রাস্তা বন্ধ থাকবে। রাস্তার পাশেই ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এ অবস্থায় আর ঝুঁকি নেওয়া ঠিক হবে না।’

উল্লেখ্য, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণে আহত হয়েছেন ১২০ জনেরও বেশি। গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিক বাজারের সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে।

সারাবাংলা/ইউজে/এমও

সড়ক সিদ্দিক বাজার ট্রাজেডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর