Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্টি টু পার্টি সম্পর্ক আরও সুদৃঢ় করতে চীনের গুরুত্বারোপ

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৩ ১৩:২৫ | আপডেট: ৯ মার্চ ২০২৩ ১৬:১৫

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সৌজন্য সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পার্টি টু পার্টি সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন এবং সে লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে চীন সফরের আমন্ত্রণ জানান।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকার বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস রাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার উপর গুরুত্ব দেন।

চীনের রাষ্ট্রদূত প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে মন্ত্রীকে অবহিত করেন।

সারাবাংলা/ইউজে/এমও

চীন পার্টি টু পার্টি পার্টি টু পার্টি সম্পর্ক