Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মশার জন্য সিডিএ দায়ী: মেয়র রেজাউল

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৩ ১৮:৫৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়নাধীন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য নগরীতে মশার উপদ্রব বেড়েছে বলে অভিযোগ করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে নগর ভবনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতাদের সঙ্গে মতবিনিময়ে মেয়র এ অভিযোগ করেন।

জলাবদ্ধতা, মশা ও যানজট-এ তিনটিকে নগরীর এ মুহূর্তের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘এসব সমস্যা সমাধানের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব। সিডিএ জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়ন করছে। সেটা দ্রুত শেষ না হওয়ায় যানজট বাড়ছে। আবার প্রকল্পের জন্য যেসব খাল-নালায় বাঁধ দেয়া হয়েছে, সেখানে জমে থাকা পানিতে বাড়ছে মশা।’

ওয়াসা এবং পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেন মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘ওয়াসা যত্রতত্র খনন করে রাস্তা নষ্ট করে ফেলছে। আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করার পর পুলিশ সেখানে মনিটরিং করে না। এতে আবারো দখল হয়ে যাচ্ছে উদ্ধার করা ভূমি।’

এ অবস্থায় ‘নগর সরকারের’ ধারণার ওপর আলোকপাত করে মেয়র বলেন, ‘সম্প্রতি কোরিয়া গিয়ে দেখেছি, সেখানে মেয়র সিটি গভর্নমেন্টের সর্বেসর্বা। ফলে তাদের সেবা সংস্থাগুলোর কাজে সমন্বয় আছে। চট্টগ্রামেও যদি সিটি করপোরেশনকে এভাবে শক্তিশালী করা যায়, তাহলে সমস্যা সমাধান সহজ হয়।’

গণমাধ্যমের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার কথা জানিয়ে মেয়র বলেন, ‘আমার দিন শুরু হয় সংবাদপত্র পড়ে। কোনো গণমাধ্যম আমার সমালোচনা করলেও আমি বিরূপ হই না। আমি সেই সমালোচনা থেকে শিখে নিজেকে উন্নত করার চেষ্টা করি। এমনকি প্রকাশিত অনেক সংবাদের প্রেক্ষিতে অনেকের বিরুদ্ধে পদক্ষেপ আমি নিয়েছি। আমি চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহায়তা চাই।’

বিজ্ঞাপন

সিইউজে’র নেতারা জলাবদ্ধতা, যানজট, পয়ঃনিষ্কাশন, মশার উপদ্রব নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছ থেকে আরও আন্তরিকতা প্রত্যাশা করেন।

সিইউজে’র সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রুবেল খান, সহ সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহরম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল এবং নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল এসময় ছিলেন।

এছাড়া চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাজী নুরুল আমিন, আবদুস সালাম মাসুম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ এসময় মেয়রের সঙ্গে ছিলেন।

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর