Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এপ্রিলের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশন, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৩ ২৩:২০

ঢাকা: জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে এপ্রিলের প্রথম সপ্তাহে একটি বিশেষ অধিবেশন বসবে। এই অধিবেশনে বিদেশি অতিথিরা আসতে পারেন। অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এ সময় স্পিকার তাকে এ তথ্য জানান।

জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎকালে তারা বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মকাণ্ড এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা ও সংকটের হালনাগাদ তথ্য তুলে ধরেন। পাশাপাশি সংকট মোকাবিলায় গৃহীত পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে বলেন, ‘জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি এক অসাধারণ অর্জন।’ তিনি এ উপলক্ষে আয়োজিত সব কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।

এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

রাষ্ট্রপতি সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর