Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় গ্রিডে আদানির বিদ্যুৎ সঞ্চালন শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৩ ২৩:৪৫

ঢাকা: নানা আলোচনা-সমালোচনার মধ্যেই বিদ্যুৎ উৎপাদনের খবর দিল আদানি পাওয়ার প্ল্যান্ট। এমনকি সেই বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে ‍যুক্ত হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদানির বিদ্যুৎ সঞ্চালনের জন্য পিজিসিবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা থেকে রহনপুর হয়ে বগুড়া পর্যন্ত ১৩৪ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং বগুড়ায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করেছে।

নবনির্মিত লাইন ও গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

আদানি পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর