চবির হিসাব বিজ্ঞান সমিতির ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
১০ মার্চ ২০২৩ ২২:২৩
ঢাকা: রাজধানীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাববিজ্ঞান সমিতির আয়োজনে ‘একাউন্টিং ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে রমনায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট প্রাঙ্গনে এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।
এদিন অনুষ্ঠান শুরু হয় জাতীয় ও হিসাববিজ্ঞান বিভাগের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর মূল মঞ্চে ছিল আকর্ষণীয় সঙ্গীতানুষ্ঠান। কিটস বিতরণ, গোল্ডেন মেম্বার ও সিলভার মেম্বার সংবর্ধনা বা সম্মাননা স্মারক বিতরণ। এছাড়া র্যাফেল ড্র ছিল অনুষ্ঠানের অন্যান্য আকর্ষণ। রাতে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের এ্যামপ্লোয়িজ এ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুব উজ জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, হিসাববিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল হাই। ক্রেস্ট গ্রহণ করেন সাবেক ছাত্র ও হিসাববিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসার ড. সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ, মন্ত্রণালয়ের সচিব মহসিন চৌধুরী, শিল্পপতি তফাজ্জল আলী তপু, ফেস্টিভ্যাল কমিটির আহ্বায়ক মহাহিসাব নিয়ন্ত্রক মুসলিম হোসেন চৌধুরী, হাউজ বিল্ডিং এর চেয়ারম্যান মোহাম্মাদ ড. সেলিম উদ্দীন, বিটিভির উপমহাপরিচালক অনুপ কুমার কাস্তগির প্রমুখ।
সারাবাংলা/এএইচএইচ/একে