Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার রাজধানীর ৭ স্পটে মানববন্ধন করবে বিএনপির মিত্ররা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৩ ২৩:২৯

ঢাকা: বিদ্যুতের মূল্যবৃদ্ধি, চাল, ডাল, তেল এবং কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে সব জেলা, মহানগর এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করবে।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অভিন্ন ইস্যুতে শনিবার রাজধানীর অন্তত সাতটি স্পটে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপির মিত্ররা।

বিজ্ঞাপন

সকাল ১১ টায় পুরানা পল্টনে ফার্স হোটেল সামনে মানববন্ধন করবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত ‘গণতন্ত্র মঞ্চ’।

একই সময় বিজয় নগর পানির ট্যাংকের সামনে মানববন্ধন করবে জাতীয় পার্টি (কাজী জাফর), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, ন্যাশনাল ডেকোক্রেটিক পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, গণতান্ত্রিক পার্টি (জগপা), বাংলাদেশের সাম্যবাদী দল এবং বাংলাদেশ ইসলামিক পার্টির সমন্বয়ে গঠিত ১২ দলীয় জোট।

সকাল ১১ টায় পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্স সামনে মানববন্ধন করবে ফরিদুজ্জামান ফরহাদ ও মোস্তাফিজুর রহমান মোস্তফার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), খন্দকার লুৎফর রহমান ও এস এম শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), সাইফুদ্দিন আহমেদ মনি ও মো. আকবর হোসেনের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক লীগ, গরিবে নেওয়াজ ও সৈয়দ মাহবুব হোসেনের নেতৃত্বাধীন পিপলস লীগ, আবদুর রকিব ও আবদুল করিমের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট, এম এন শাওন সাদেকী ও দিলীপ কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাপ, নুরুল আমিন ব্যাপারী ও শাহ আহমেদ বাদলের নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ, নূরুল ইসলামের নেতৃত্বাধীন সাম্যবাদী দল, এ টি এম গোলাম মাওলা চৌধুরী ও আবু সৈয়দের নেতৃত্বাধীন গণদল, আজহারুল ইসলাম ও গোলাম মোস্তফা আকন্দের নেতৃত্বাধীন ন্যাপ ভাসানী এবং সুকৃতি মণ্ডলের নেতৃত্বাধীন বাংলাদেশ মাইনরিটি পার্টির সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী সমমনা জোট।

বিজ্ঞাপন

নটরডেম কলেজ উল্টো পাশে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১১ টায় মানববন্ধ করবে মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম এবং একই সময় নটরডেম কলেজের সামনে মানববন্ধন করবে সম্মিলিত পেশাজীবি পরিষদ।

সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে গণতান্ত্রিক বাম ঐক্য এবং বিকেল ৩ টায় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করবে কর্নেল (অব.) ড. অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

সারাবাংলা/এজেড/একে

বিএনপি মানববন্ধন

বিজ্ঞাপন

দুর্ঘটনার কবলে রিয়ালের টিম বাস
২৯ নভেম্বর ২০২৪ ১১:১৬

শীর্ষে থেকেই বছর শেষ মেসিদের
২৯ নভেম্বর ২০২৪ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর