‘আওয়ামী লীগ তার রাজনীতির শেকড় হারিয়ে ফেলেছে’
১০ মার্চ ২০২৩ ২৩:৫০
চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ তার রাজনীতির শেকড় হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করে একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেছেন, ‘রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে বঙ্গবন্ধুর রাজনীতির ধারাও যদি আওয়ামী লীগ বজায় রাখতো, তাহলে তাদের পক্ষে একটা স্থির জায়গায় থাকা সম্ভব হতো।’
শুক্রবার (১০ মার্চ) বিকেলে নগরীর মোমিন রোডে চট্টগ্রাম একাডেমি হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কোতোয়ালী থানার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও বর্তমান বিশ্ব রাজনীতি এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে না পারায় বাংলাদেশের রাজনৈতিক পতন হয়েছে উল্লেখ করে আবুল মোমেন বলেন, ‘স্বাধীনতা পূর্ব রাজনীতি ও পরবর্তী রাজনীতির মধ্যে একটি গুণগত পার্থক্য আছে। এর মধ্যে একটি বিশাল ঘটনা ঘটেছে। একটা ঘরকুনো, ভীতু জাতি বীরত্বের প্রমাণ দিয়েছে। বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। বাঙ্গালিকে একটি বীরের জাতিতে রুপান্তরিত করেছে। তখন যে ঐক্য গড়ে উঠেছিল, পরবর্তীতে রাজনীতি এটা ধারণ করতে পারেনি। এখানেই বাংলাদেশের পতন। বাংলাদেশের পতনের সূত্রপাত হচ্ছে আমরা আমাদের স্বাধীনতার ভেতরের যে রাজনৈতিক অর্জন সেটাকে আমরা পরবর্তীতে ধারণ করতে পারিনি।’
মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতির শেকড় হারিয়ে ফেলেছে। মুখে বলা যায় বাঙালি জাতীয়বাদ, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা। তবে সেটা কাজে না থাকলে শেকড় ধরে রাখা মুশকিল। রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে বঙ্গবন্ধুর রাজনীতির ধারাটাও যদি তারা বজায় রাখতো, তাহলে তাদের পক্ষে একটি স্থির জায়গায় থাকা সম্ভব হতো।’
‘ক্ষমতায় টিকে থাকার জন্য যেসব দল সরকারে এসেছে আমলাতন্ত্রের কাছে সবাই নিজেদের বন্দি রেখেছে। এজন্য রাজনীতিবিদদের হাতে কোনো ক্ষমতা নেই। সব ক্ষমতা আমলাদের হাতে চলে গেছে। জনপ্রতিনিধিরা কি আর করবে, যতটুকু ক্ষমতা আছে ততটুকু দিয়ে অবৈধপথে টাকাপয়সা উপার্জন করছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ একটি রাজনৈতিক দেউলিত্বের দিকে যাচ্ছে।’
বাংলাদেশের সব জাতীয় আন্দোলনে বামপন্থীদের অবদান আছে জানিয়ে আবুল মোমেন বলেন, ‘১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের আগে ১১ দফা দেওয়া হয়েছিল, সেখানে ছাত্র সংগ্রাম পরিষদের অবদান আছে। আর সেখানে বামপন্থীদের ভূমিকা রয়েছে। মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন অনেক বড় একটি প্রভাব রেখেছে। সেটারও নেতৃত্ব দিয়েছে বামপন্থীরা। মুক্তিযুদ্ধের যে ঐক্য সেখানে কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
সিপিবির কোতোয়ালী থানা কমিটির সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, জেলা সভাপতি অশোক সাহা, খেলাঘর সংগঠক রথীন সেন, মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান।
সারাবাংলা/আইসি/একে