Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাসের হার কমলেও জিপিএ ৫ বেশি মাদ্রাসায়


৬ মে ২০১৮ ১২:১৩ | আপডেট: ৬ মে ২০১৮ ১৪:৫২

।। সারাবাংলা ডেস্ক রিপোর্ট।।

ঢাকা : গত বছরের চেয়ে এবার মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে তবে বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

এবার মাদ্রাসায় পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। যা গত বছর ছিল ৭৬ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। মাদ্রাসায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। এবার মাদ্রাসা বোর্ডে তিন হাজার ৩৭১ জন শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছে, গত বছর যা ছিল দুই হাজার ৬১০ জন।

রোববার (৬ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০টি বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী জানান, মাদ্রাসা বোর্ডে দুই লাখ ৮৬ হাজার ২০৬ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। তবে পাসের হার কমলেও এবার এই বোর্ড জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

গত ছয় বছরের মাদ্রাসা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, গত ছয় বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে বেশি কমেছে। অন্যান্য বছরগুলোর তুলনায় গত বছরেও পাসের হার কমেছিল। এবার এই বোর্ডে পাসের হার ৭০.৮৯ শতাংশ। গতবছর এই হার ছিল ৭৬ দশমিক ২০ শতাংশ।

এছাড়া ২০১৬ সালে এই হার ছিল ৮৮ দশমিক ২২ শতাংশ।

২০১৫ সালের ছিল ৯০ দশমিক ২ শতাংশ, ২০১৪ সালে ছিল ৮৯ দশমিক ২৫ শতাংশ, ২০১৩ সালে ছিল ৮৯ দশমিক ১৩ এবং ২০১২ সালে এই হার ছিল ৮৮ দশমিক ৪৭ শতাংশ।

সারাবাংলা/একে

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর