Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ মার্চ মহানগর পর্যায়ে সমাবেশ করবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৩ ১৩:০৫ | আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৬:৪৮

ঢাকা: আগামী ১৮ মার্চ সারাদেশে মহানগর পর্যায়ে সমাবেশ করবে বিএনপি।

শনিবার (১১ মার্চ) রাজধানীর নয়াপল্টনের মানববন্ধন কর্মসূচি থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাড্ডার মানববন্ধন থেকে স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।

কর্মসূচি ঘোষণা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধি, চাল, ডাল, তেল এবং কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ মার্চ সারাদেশে সব মহানগরে আমরা সমাবেশ করব। এভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমরা এ সরকারকে বিদায় নিতে বাধ্য করব।’

বিজ্ঞাপন

বিএনপি এবং তার মিত্ররা গত বছর ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। এরই অংশ হিসেবে শনিবার (১১ মার্চ) সারা দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগরে মানববন্ধন করেছে বিএনপি। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর দক্ষিণে যাত্রাবাড়ী থেকে শুরু করে উত্তরে টঙ্গীর আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি।

সারাবাংলা/এজেড/এমও

১৮ মার্চ বিএনপি

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার!
১৪ জুলাই ২০২৫ ১৬:৪৭

শাকিব খানের ‘মিশন হলিউড’
১৪ জুলাই ২০২৫ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর