Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চম্পা চাকমা খুনের বিচার দাবি রাঙ্গামাটিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৩ ১৩:১৪

রাঙ্গামাটি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাঙ্গামাটির তরুণী চম্পা চাকমা খুনের ঘটনায় খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) সকাল ১১টায় ‘সচেতন রাঙামাটিবাসী’র ব্যানারে রাঙ্গামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা খুনের সাত দিনেও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সুশাসনের জন্য নাগরিক-সুজন রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক এম জিসানের বখতেয়ারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, নিহত চম্পা চাকমার ছোট ভাই মিলটন চাকমা, এনজিও সংস্থা পদক্ষেপের কর্মী বিদুষী চাকমা, হাসান আলী, রাশেদা, কলেজ শিক্ষার্থী সুমন চাকমা, উলিশিং মারমা ও কুর্নিকোভা চাকমাসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, চম্পা চাকমা খুনের ঘটনার সাট দিন গেলেও চিহ্নিত খুনিকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। প্রকাশ্যে যে খুনের ভিডিও রয়েছে, খুনির নাম পরিচয় সব নিশ্চিত হওয়া গেছে। তবুও পুলিশ কেন নীরব ভূমিকা পালন করছে? সেটি উদ্বেগের বিষয়। দেশের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর এলাকায় এ খুনের ঘটনা ঘটেছে, আমরা ভেবেছিলাম আসামিকে পুলিশ দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে। অথচ সাত দিনেও খুনি এনামুলের খোঁজ নেই। রাঙ্গামাটি শহরে ছুরিকাঘাতে খুনের ঘটনায় ৫ ঘন্টার মাথায় আসামি ধরা পড়লেও এত প্রমাণ সাক্ষী, ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও চম্পার খুনি কেন গ্রেফতার হয় না?

প্রসঙ্গত, রোববার (৫ মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হন রাঙ্গামাটি তরুণী চম্পা চাকমা (২৬)। নিহত চম্পা রাঙ্গামাটি সদর উপজেলার ৫ নম্বর বন্দুকভাঙা ইউনিয়নের ২ ওয়ার্ডের ছাক্রাছড়ি গ্রামের শান্তিময় চাকমার মেয়ে। সে পদক্ষেপ নামে একটি বেসরকারি মানবিক উন্নয়ন সংস্থার রাঙ্গুনিয়া শাখার সহকারী ব্যবস্থাপক হিসেনে কর্মরত ছিলেন।

সারাবাংলা/ইআ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর