Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীমুক্তির জন্য লড়তে হবে পুঁজিবাদ-মৌলবাদের বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৩ ২২:৪৬

চট্টগ্রাম ব্যুরো: সমাজে বিদ্যমান সাম্প্রদায়িকতা, মৌলবাদ নারীদের ফের ঘরে বন্দি করতে চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।

শনিবার (১১ মার্চ) বিকেলে নগরীর হাজারী লেইনে দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এ কথা বলেন। জেলা সিপিবির নারী সেলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা নারী সেলের আহ্বায়ক রেখা চৌধুরী বলেন, ‘নারী মুক্তির লড়াই একটি রাজনৈতিক মতাদর্শিক লড়াই। এটি রাষ্ট্র-রাজনীতি থেকে বিচ্ছিন্ন কিছু নয়। সমাজে নারীর অবস্থান কী হবে, তা আসলে নির্ভর করে নারীর প্রতি রাষ্ট্রের কী দৃষ্টিভঙ্গি তার ওপর। পুঁজিবাদ নারীকে পণ্যে পরিণত করে, মৌলবাদ নারীকে আরও অধীনস্থ করে তোলে। উভয়ই সমভাবে নারীর মুক্তি ও নারীর সমঅধিকারের বিরোধীশক্তি। উভয়ের বিরুদ্ধে লড়াই শুধু নারীর জন্য লড়াই নয়, এটা সমাজ পরিবর্তনের লড়াই।’

জেলা সিপিবির সভাপতি অশোক সাহা বলেন, ‘সহিংসতা, গণতন্ত্রহীনতা ও মৌলবাদ নারী মুক্তির প্রধান অন্তরায়। নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিত হওয়ার মধ্য দিয়েই মূলত তার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নির্ধারিত হয়। দৃষ্টিভঙ্গি, গণতন্ত্র চর্চা ও সমতা আনয়ন হতে পারে নারী মুক্তির প্রকৃত পদক্ষেপ।’

কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী বলেন, ‘মানবমুক্তির পূর্ব শর্ত হলো নারীর মুক্তি। আমরা ব্যানারে নারী পুরুষের সমান সুযোগের কথা বলি, তবে সেটা আদৌ পালন করি কি না সেটা অনেক বড় প্রশ্ন।’

জেলা নারী সেলের সদস্য টিপাই আইচের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন-সিপিবির জেলা কমিটির সদস্য সীতারা শামীম, মো. মছিউদ্দৌলা, নারীনেত্রী স্বপ্না তালুকদার, উম্মে রায়হান সিজার, জেলা মহিলা পরিষদের সভাপতি লতিফা কবির প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

নারীমুক্তি পুঁজিবাদ মৌলবাদ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর