Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ার সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৩ ১২:০৬ | আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৫:০৭

কুষ্টিয়া: কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে তিন ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর।

রোববার (১২ মার্চ) সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় সামস তবরেজ লিখন (২৬) ও আবদুর রউফ (৩৮) নামে দুইজন নিহত হন।

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবব্রত রায় জানান, রোববার সকাল ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবিরমোল্লা গেটের পাশে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে সামস তবরেজ লিখন নিহত হয়েছেন।

নিহত লিখন কুষ্টিয়া শহরতলীর দেশয়ালী পাড়ার বশিরুল ইসলামের ছেলে। তিনি ঢাকায় ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন এবং কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক। সকালে মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে সকাল ৯টার দিকে একই মহাসড়কের কাছে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে আবদুর রউফ নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

তিনি লাহিনী এলাকার মৃত সোবিজ উদ্দিনের ছেলে। সকালে কাজের জন্য শহরের যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হন। পুলিশ দু’টি মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সারাবাংলা/ইআ

সড়ক দুর্ঘটনায় নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর