Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে ফের আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ


৬ মে ২০১৮ ১২:৩১ | আপডেট: ৬ মে ২০১৮ ১২:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে আবারও তথ্য গোপন করে আনা এক কনটেইনার আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ৪০ ফুট দীর্ঘ এই কনটেইনার খুলে এখন সিগারেট গণনা চলছে।

রোববার (০৬ মে) সকাল ১১ টার দিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে কনটেইনারটির কায়িক পরীক্ষা শুরু হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের উপ কমিশনার নুরউদ্দিন মিলন সারাবাংলাকে বলেন, ব্র্যান্ড নিউ প্রিন্টিং মেশিন আমদানির নামে এলসি খোলা হয়েছিল। কাস্টমসে দাখিল করা আইজিএম-এও প্রিন্টিং মেশিনের কথা বলা হয়েছিল। কিন্তু কনটেইনারটিকে সন্দেহজনক ধরে খোলার পর দেখা গেছে সব বিদেশি সিগারেট, যেগুলো আমদানির কোনও অনুমতি নেই।

বিজ্ঞাপন

আমদানিকারক প্রতিষ্ঠানের হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

এর আগে গত ২৮ এপ্রিল ২০ ফুট দীর্ঘ একটি কনেটইনারে দুটি ব্যান্ডের ৬ লাখ ৩০ হাজার সিগারেটের প্যাকেট এবং ১ কোটি ৩০ লাখ শলাকা পাওয়া গিয়েছিল।

আমদানিকারক প্রতিষ্ঠান ৩৬০ বেল্ট ফেল্ট নামে ফোম জাতীয় পণ্য আমদানির ঘোষণা দিয়ে এই সিগারেট এনেছিল।

সারাবাংলা/আরডি/টিএম

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর