চবির নতুন প্রক্টর নুরুল আজিম সিকদার
১২ মার্চ ২০২৩ ২০:০৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর, সহকারী প্রক্টরসহ বিভিন্ন প্রশাসনিক পদ থেকে ১৬ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেছেন। এরইমধ্যে নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১২ মার্চ) দুপুরে এ নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নূর আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
চবির নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন- ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার। এছাড়াও ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক রুকন উদ্দীন ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের প্রভাষক সৌরভ সাহা জয়কে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রেজিস্ট্রার রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, ‘ব্যক্তিগত ও একাডেমিক ব্যস্ততার কারণে প্রক্টর ও সহকারী প্রক্টর পদত্যাগ করছেন। সে কারণে নতুন প্রক্টর ও দুজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।’
সারাবাংলা/সিসি/পিটিএম