অ্যাশেজ’র নতুন অ্যালবাম ‘অন্তঃসারশূন্য’
৯ মার্চ ২০২৩ ১৫:৩৮
ঢাকা: অ্যাশেজ ব্যান্ড লিডার তৌফিক আহমেদ বিজয় জানিয়েছেন, ১০ মার্চ ঢাকার ইন্দিরা রোডের বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের কনভেনশন হলে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে লঞ্চ হতে যাচ্ছে তাদের নতুন অ্যালবাম ‘অন্তঃসারশুন্য’।
২০১৪ সালের জুনে প্রথম অ্যালবাম ছাড়পোকা’ প্রকাশিত হয়েছে। ফলে নয় বছর পর আসছে নতুন অ্যালবামটি। ৭টি গানে সাজানো। এরই মধ্যে ভক্তদের মাঝে জমে উঠেছে উত্তেজনা। এই অ্যালবাম লঞ্চিং ইভেন্টে অ্যাশেজ আশা করছে, প্রায় ১২০০ থেকে ১৫০০ ভক্ত, অতিথি ও সঙ্গীতশিল্পীর আনাগোনা হবে।
অ্যাশেজ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান বলেছেন, ‘শুধু অ্যালবাম লঞ্চই নয়, সেদিন থাকছে অ্যাশেজের পক্ষ থেকে বেশকিছু চমক। অ্যালবাম প্রকাশের পাশাপাশি থাকবে আমাদের টানা তিন ঘণ্টার পারফরমেন্স, ব্যান্ডের সাথে মিট এন্ড গ্রিট সেশন এবং একটি মিউজিক ভিডিও লঞ্চিং। মিউজিক ভিডিও প্রিমিয়ার ও ব্যান্ডের সাথে স্বাভাবিক স্টেজ-অডিয়েন্স সম্পর্কের বাইরে সাক্ষাতের সুযোগ।’
জুনায়েদ ইভান জানান, এ লঞ্চিং অনুষ্ঠানের টাইটেল স্পন্সর Xpert, পেমেন্ট পার্টনার নগদ এবং পাওয়ার্ড বাই-QCOOM। অ্যালবাম লঞ্চিং ইভেন্টের অনলাইন টিকেট এখন পাওয়া যাচ্ছে getsetrock.com ওয়েবসাইটে।’
অ্যালবাম ও লঞ্চিং ইভেন্ট নিয়ে জুনায়েদ ইভান বলেন, ‘বছরের পর বছর কনসার্ট করেছি কিন্তু কখনো আমাদের ফ্যানদের সাথে আলাদাভাবে কথা বলার সুযোগ হয়নি। এ আমাদের জন্য বিশেষ আনন্দ হবে। তাছাড়া এই ইভেন্টে আমাদের এমন কিছু গান পারফর্ম করব, যেগুলো সবসময় করার সুযোগ আসে না। সব মিলিয়ে আমরা বেশ মুখিয়ে আছি, ১০ই মার্চের জন্য। চাইছি এমন কিছু করতে যা মানুষ অনেক দিন মনে রাখবে।’
রিলিজের পর ‘অন্তঃসারশূন্য’ অ্যালবাম থাকবে ইউটিউব, স্পটিফাই, আইটিউনসসহ সকল গ্লোবাল অডিও ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
আজ সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অ্যাশেজ ব্যান্ড তাদের দ্বিতীয় অ্যালবাম ‘অন্তঃসারশুন্য’ প্রকাশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলনে ব্যান্ডের সদস্য- ভোকাল জুনায়েদ ইভান, ড্রামস তৌফিক আহমেদ বিজয়, কীবোর্ড আদনান বিন জামান, গিটার সুলতান রাফসান খান, বেজ গিটার ওয়াহিদ উজ জামান তুর্য উপস্থিত ছিলেন। ছিলেন তাদের মিউজিক ভিডিওর পরিচালক জিয়াউল হক পলাশ। আরো ছিলেন সঙ্গীত সংগঠক এরশাদুল হক টিংকু।
উল্লেখ্য, ২০০৬ সালে গড়ে উঠেছে অ্যাশেজ ব্যান্ডদল। ২০১০ সালে প্রথম গান বের হবার পর থেকে ব্যান্ডদলটি সময়ের সাথে, সাথে পেয়েছে লাখো ভক্তের কাছে পৌঁছাবার আনন্দ। তারা তাদের গান, স্টেজ পারফরমেন্স দিয়ে মাতিয়ে রেখেছেন বিভিন্ন বয়সের ও ঘরানার মানুষকে। ডেব্যু অ্যালবাম “ছাড়পোকা” আসার পর এই জনপ্রিয়তা আরো বেড়ে ধীরে, ধীরে অ্যাশেজকে নিয়ে এসেছে বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির বড় নামগুলোতে। তারা ব্যস্ত থেকেছেন দেশের বিভিন্ন জায়গায় পারফর্ম করা ও বেশ কিছু সিঙ্গেল রিলিজে। এবার আনছেন তারা এই দ্বিতীয় অ্যালবাম ‘অন্তঃসারশুন্য’।
সারাবাংলা/একে