Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনে হয়েছে বিজনেস সামিট সাকসেসফুল: এফবিসিসিআই

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৩ ২১:১৬

ঢাকা: সৌদি আরব বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বিজনেস সামিট সফল হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিজনেস সামিটের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ৪ টি সমঝোতা স্মারকও স্বাক্ষরও হয়েছে।

সোমবার (১৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটের সমাপনী অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন এসব তথ্য জানান।

বিশ্বের সামনে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে তুলে ধরতে এফবিসিআইয়ের ৫০ বছর পূর্তিতে প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

তিনি দিনের এই বিজনেস সামিটের সফলতা জানাতে গিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বিজনেস সামিটে ৮৯৬ জন রেজিস্ট্রেশন করেছেন। বিদেশি ৩০০ ডেলিগেট এসেছেন। সৌদি আরব বাংলাদেশের সঙ্গে বিজনেস কাউন্সিল করতে যাচ্ছি। আগামী ১৫ দিনের মধ্যে তাদের মিটিং অনুষ্ঠিত হবে। তারা এবারের সামিট নিয়ে বেশ আশাবাদী। তারা চারটি সমঝোতা স্মারক সই করেছে।’

তিনি বলেন, ‘এটি নতুন বাংলাদেশ। আগে আমাদের ১০০ টি অর্থনৈতিক অঞ্চল ছিল না। পদ্মাসেতু আগে ছিল না। আমরা এখন ট্রিলিয়ন ডলারের পথে হাঁটছি। সামিটে এসে সৌদি আরব খুবই আগ্রহ প্রকাশ করেছে। তারা ন্যশনাল গ্রিডের (বিদ্যুৎ) সঙ্গে কাজ করতে চায়। খুলনায় তারা ফার্টিলাইজার প্ল্যান্ট করতে চায়।’

বিজনেস সামিটে বিভিন্ন দেশ থেকে কী পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রতি পাওয়া গেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘আমরা ইনভেস্টমেন্টের জন্যে এটি (সামিট) করিনি। এটি বিজনেস সামিট। কত বিনিয়োগ আসবে সে উদ্দেশ্যে এই সামিট করা হয়নি। এখানের ব্যবসা দেখে যাওয়ায় তারা আগ্রহ দেখাবে। এরইমধ্যে বিদেশিরা আগ্রহ দেখাতে শুরু করেছে।’

বিজ্ঞাপন

বিজনেস সামিটের নানা দুর্বলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এফবিসিসিআইয়ের সক্ষমতার লিমিটেশন আছে। আমরা অনেক কিছু করতে পারিনি। কিছু অসামঞ্জস্য ছিল। তবে এখানে যারা এসেছেন তারা সবাই খুব খুশি।’

তিনি আরও বলেন, ‘আমরা এই বোর্ডটা ভাগ্যবান, আমরা দেশের ৫০ বছর পূর্তি পেয়েছি, এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি পেয়েছি। আমরা আশাবাদী বাংলাদেশ আরও এগিয়ে যাবে। এই সামিট করে আমি আরও বেশি কনফিডেন্ট হয়ে গেছি। আমরা মনে হয় এই সামিট সাকসেসফুল।’

এফবিসিসিআই আয়োজিত বিজনেস সামিটের অংশীদার ছিলো পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। প্রথমবারের মতো সবচেয়ে বড় এই সম্মেলন গত শনিবার (১১ মার্চ) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন কৌশলগত বিষয়ে ৩ প্লেনারি সেশন, ১৪টি প্যারালাল সেশন, বিজনেস টু বিজনেস মিট, নেটওয়ার্কিং সেশন, একটি ওপেন হাউস রিসেপশন এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য গাইডেড ট্যুরের ব্যবস্থা গ্রহণ করা হয় সামিটে।

এফবিসিসিআইয়ের প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে সামিটে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৭টি দেশের ২০০টিরও বেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।

সারাবাংলা/ইএইচটি/একে

এফবিসিসিআই বিজনেস সামিট

বিজ্ঞাপন

নতুন প্রেমে মালাইকা!
২৫ নভেম্বর ২০২৪ ১৮:২৭

আরো

সম্পর্কিত খবর